দুই ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ অ্যাপলের
Thursday, August 20 2020Daily Mail
যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে দুই ট্রিলিয়ন ডলার সমমূল্যের প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে স্টিভ জবসের গড়া প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। রয়টার্স এর মতে, চলতি সপ্তাহে পূজিবাজারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের শেয়ারের মূল্য ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭৬.৭৮ ডলারে ওঠে। আর এতেই ২ লাখ কোটি ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয় অ্যাপল। প্রতিষ্ঠার পর থেকে এক ট্রিলিয়ন ডলারের লক্ষমাত্রা অর্জনে অ্যাপলের সময় নিতে হয়েছে দীর্ঘ ৪২ বছর। কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনের মাত্র দুবছর পরেই তার দ্বিগুন অর্থাৎ দুই ট্রিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলো অ্যাপল। করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব সত্ত্বেও অ্যাপলের এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য বেশ বড় একটি মাইলফলক। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দৈনিক পত্রিকা নিউইয়র্ক টাইমস এর মতে, অ্যাপলের ভ্যালুয়েশনে শেষের এক ট্রিলিয়ন ডলার যোগ হয়েছে মাত্র ২১ সপ্তাহের মধ্যে, যখন করোনাভাইরাসের মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি অতীতের যে কোনো সময়ে চেয়ে দ্রুত সংকুচিত হচ্ছে।
Ad
অ্যাপলের দুই ট্রিলিয়নের মাইলফলক অর্জনের ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। এছাড়া মহামারী এবং বৈশ্বিক অর্থনীতিতে ধ্বসের ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি দেখা দিলেও প্রযুক্তি খাতে যে তার প্রভাব উল্টো তার প্রমান দিয়েছে অ্যাপল। করোনা মহামারীর শুরুতেই পূজিবাজার ধ্বসে অ্যাপলের ভ্যালুয়েশন ১ ট্রিলিয়নের নিচে নেমে যায়। তখনই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের উদ্যেগে অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট ও ফেইসবুকের মত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে শুরু করে। আর এতেই ঘুরে দাড়াতে সক্ষম হয় আইফোন, ম্যাকবুক এবং স্মার্টওয়াচ নির্মাতা অ্যাপল ইনকর্পোরেশন। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, অ্যাপলের ভ্যালুয়েশন কেবল এক দিনেই প্রায় ৬.৮৮ বিলিয়ন ডলার বেড়েছে, যা আমেরিকান এয়ারলাইন্সের পুরো দামের চেয়েও বেশি। তাৎক্ষণিক বার্তায় অ্যাপল এর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ৫জি প্রযুক্তির আইফোনের দিকে গ্রাহকদের আকর্ষন কাজ করছে। গ্রাহকদের বিলিয়ন ডলারের এই বিনিয়োগে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার সাবস্ক্রিপশন ব্যান্ডেল এবং প্ল্যাটফর্ম নির্ভর সেবায় মনোনিবেশ করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।