স্মার্টফোন কিনতে সহজ কিস্তিতে ঋণ দিচ্ছে রবি
Tuesday, August 18 2020robi.com.bd
গ্রাহকদের স্মার্টফোন ক্রয়ের জন্যে মাসিক সহজ কিস্তিতে ‘ফোন লোন’ নামে একটি হ্যান্ডসেট ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে দেশের মোবাইল অপারেটর রবি। ব্লকচেইন ও বিগ ডেটা অ্যানালাইটিক্স প্রযুক্তির মাধ্যমে অলটারনেটিভ ক্রেডিট স্কোরিং (এসিএস) সলিউশন ব্যবহার করে বিশেষ ক্যাম্পেইনের আওতায় স্মার্টফোন কেনার জন্য জামানত মুক্ত ঋণ প্রয়োজন- এমন ব্যবহারকারীদের খুঁজে বের করছে রবি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশের রবি ও এয়ারটেলের উপযুক্ত গ্রাহকদের ইএমআই সুবিধাসহ ‘ফোন লোন’ ক্যাম্পেইনের আওতায় স্মার্টফোন ক্রয়ে ঋণ দেয়া হচ্ছে। গ্রাহকদের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে টেলকো ডাটা ব্যবহারের মাধ্যমে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ড নেই তাদের শনাক্ত করছে একটি ক্রেডিট স্কোরিং কোম্পানি।
Ad
রবি বলছে, স্মার্টফোন ক্রয়ে ঋণ পাবার জন্যে উপযুক্ত গ্রাহকদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ঋণ পাব্র জন্যে উপযুক্ত গ্রাহকরা ফোন লোন অ্যাপ, ওয়েবসাইট কিংবা ওয়াক-ইন-সেন্টারের মাধ্যমে এককালীন ডাউন পেমেন্ট করে পছন্দের স্মার্টফোন কিনে নিতে পারবেন। অবশিষ্ট অর্থ পরবর্তীতে গ্রাহকের সুবিধা অনুযায়ী ছয় থেকে বার মাসের সমান মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। বর্তমানে এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাং এ০১ এবং এ১০এস স্মার্টফোন ঋণ সুবিধার আওতায় দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে রবি। বিশ্লেষকদের মতে, একটি মানসম্পন্ন স্মার্টফোন ক্রয়ে যে অর্থ প্রয়োজন দেশের স্বল্প আয়ের মানুষের পক্ষে একবারে তা জোগাড় করা অধিকাংশ ক্ষেত্রেই তা অসম্ভব। অন্যদিকে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থেকেও তারা বঞ্চিত। আর তাই বর্তমানে অতি জরুরী একটি স্মার্টফোন ক্রয়ে রবির জামানতবিহীন সহজ শর্তে এই ঋণ সুবিধাকে স্বাগত জানাচ্ছেন তারা।