সাশ্রয়ী ফোরজি স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন-ম্যাক্সিমাস

Tuesday, August 18 2020
ম্যাক্সিমাস জি১০ ম্যাক্স স্মার্টফোন
Grameenphone


গ্রামীণফোন ও ম্যাক্সিমাসের যৌথ উদ্যেগে বাংলাদেশের গ্রাহকদের জন্য এলো স্বল্পমূল্যের ৪জি স্মার্টফোন ম্যাক্সিমাস জি১০ ম্যাক্স। মাত্র সাড়ে পাঁচ হাজার আধুনিক ফিচার সমৃদ্ধ এই স্মার্টফোনটি দেশে গ্রামীণফোনের সকল বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে পাওয়া যাচ্ছে। দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটরের এই উদ্যোগে স্বল্প আয়ের গ্রাহকরাও ফিচার ফোনের পরিবর্তে ৪জি প্রযুক্তি সম্বলিত স্মার্টফোন ব্যাবহারের সুযোগ পাবেন। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিবের মতে, ৪জি প্রযুক্তি এবং গ্রাহকদের মাঝে দুরত্ব কমাতে সক্ষম যৌথ উদ্যেগের এই ৪জি-এলটিই স্মার্টফোন। দেশের ডিজিটাল রুপান্তরে এই স্বল্পমূল্যের ডিভাইস গ্রাহকদের স্বাভাবিক জীবনে বেশ গুরুত্বপূর্ন প্রভাব বিস্তার করবে বলেও জানান তিনি।

ম্যাক্সিমাস জি১০ ম্যাক্স স্মার্টফোনটি বাংলাদেশে উন্মোচনের পর থেকেই ভালো সাড়া লাভ করেছে।

ম্যাক্সিমাস জি১০ ম্যাক্স স্মার্টফোনে থাকছে ১.৪ গিগাহার্জের কোয়াড-কোর প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট স্টোরেজ। ৬.০৮৮ ইঞ্চির ওয়াটারড্রপ ফুলভিশন আইপিএস এইচডি ডিসপ্লে এই মূল্যের স্মার্টফোনের জন্য অভাবনীয় বলা যায়। এছাড়াও ৮ মেগাপিক্সেলের ডুয়েল প্রধান ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফী ক্যামেরা তো থাকছেই। অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্টফোনে থাকছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। এই স্মার্টফোনটি ৪জি প্রযুক্তির ভোএলটিই বা ভয়েস ওভার এলটিই সমর্থন করে বলে গ্রাহকরা ৪জি নেটওয়ার্কের মাধ্যমে এইচডি ভয়েস কলের সুবিধা পাবেন। গ্রামীণফোনের সকল বিক্রয় কেন্দ্র, প্রদর্শনী কেন্দ্র এবং অনলাইনেও পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাস জি১০ ম্যাক্স স্মার্টফোন। এই ম্যাক্সিমাস স্মার্টফোনটির মূল্য মাত্র ৫,৪৯৯ টাকা।
share on