ব্লকচেইন প্রযুক্তিতে দেশে প্রথম এলসি সম্পন্ন করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
Monday, August 17 2020Standard Chartered Bank
দেশের আমদানি-রফতানি কার্যক্রম সহজ করতে প্রথমবারের মতো ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্প্রতি পোষাকখাতের প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স লিমিটেডের জন্য একটি লেটার অব ক্রেডিট (এলসি) কনটুর ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করেছে বেসরকারী এই ব্যাংকটি। উল্লেখ্য, ব্লকচেইন হলো এমন একটি স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতি যার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে কাগজবিহীন প্রক্রিয়ায় আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করা সম্ভব। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে ব্লকচেইন প্রযুক্তি সম্পুর্ণ নিরাপদ এবং এতে কয়েক লেভেলের এনক্রিপশন পদ্ধতিতে ডেটা সংরক্ষন করা হয়। বাংলাদেশ থেকে সর্বপ্রথম করা এই ব্লকচেইন লেনদেনে পরামর্শক হিসেবে কাজ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “বাংলাদেশের অর্থ বাণিজ্যে ব্লকচেইন প্রযুক্তির সূচনা করতে পেরে আমরা দারুনভাবে গর্বিত। দেশের প্রথম ব্লকচেইন এলসি চালু করার ক্ষেত্রে ভিয়েলাটেক্স গ্রুপের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগী হতে পারা অত্যন্ত সম্মানের ব্যাপার।”
Ad
বিশ্ব অর্থনীতিতে বেশ কিছুদিন ধরেই ব্লকচেইন, ক্রিপটোকারেন্সি এবং বিটকয়েনের মাধ্যমে আধুনিক দ্রুততম লেনদেন পরিচালিত হলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশের উন্নয়নশীল আইটি কাঠামো এবং পরীক্ষিত পোষাক রপ্তানী খাতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে ব্লকচেইন প্রযুক্তি। এই প্রযুক্তিতে কাগজবিহীন আন্তর্জাতিক লেনদেন দ্রুততর হয় বলে বাংলাদেশের উপকৃত হবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। ব্লকচেইন নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানসমূহের মতে, দেশের রপ্তানীকৃত পোষাক খাতের অর্থ গ্রহনে জটিলতা এড়াতে, সময় বাঁচাতে এবং খরচ কমাতে পারবে ব্লকচেইন প্রযুক্তি। ব্লকচেইন প্রযুক্তিতে সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কনট্যুরের প্রধান নির্বাহী কার্ল ভার্গনার এর মতে, “বিশ্ব বাণিজ্যে এমন একটা সমাধান প্রয়োজন যা তথ্যের স্বচ্ছতা বাড়াবে ও সব বাণিজ্যিক পক্ষের মধ্যে আন্তঃনিরীক্ষা নিশ্চিত করবে।” দেশের প্রথম ব্লকচেইন লেনদেনের উদ্যোক্তা ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও কে. এম. রেজাউল হাসানাত জানান, “ভিয়েলাটেক্স গ্রুপে আমরা সবসময় মানসম্পন্ন সেবা ও পণ্য ঠিক সময়ে দেওয়ার চেষ্টা করি। ব্লকচেইন প্রযুক্তি নিশ্চিতভাবে বাণিজ্যিক কর্মকাণ্ডে কার্যকারিতা বাড়াবে ও এলসি প্রসেসিংয়ে সময়ক্ষেপণ কমাবে।“