ফোর্টনাইট গেম অপসারণের পর অ্যাপল-গুগলের বিরুদ্ধে মামলার ঘোষণা
Sunday, August 16 2020epic games
গেমস নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের রয়্যাল ব্যাটল গেম ফোর্টনাইট এর জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে আগের সব কটি গেমের রেকর্ড। ২০১৪ সালে যাত্রা শুরুর পর শুধু এই অ্যাপের মাধ্যমেই এক বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা আয় করেছে নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই গেম অ্যাপ্লিকেশনটিকে সম্প্রতি মোবাইলের সবচেয়ে জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ও আইওএস এর নিজস্ব স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগল এবং অ্যাপল। এপিক গেমসের এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোরের পলিসি যথাযথভাবে পালন করেনি বলে জানিয়েছে অ্যাপল ইনকর্পোরেশন। প্রসঙ্গত, অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে যেকোন অ্যাপ ক্রয় করলে বা গেমের মধ্যে কিছু কেনাকাটা করলে স্টোরগুলির নিজস্ব পেমেন্ট বা বিলিং সিস্টেম ব্যবহার করতে হয়। কিন্তু ফোর্টনাইট গেমসে অ্যাপল কিংবা গুগলের পেমেন্ট সিস্টেমকে টপকে নিজস্ব এপিক পে ব্যবহার করে আসছিলো এপিক গেমস। এতে গ্রাহকদের ইন-অ্যাপ পারচেজে অ্যাপল স্টোরের ৩০ শতাংশ লভ্যাংশ হাতছাড়া হওয়ায় অ্যাপটিকে তাদের স্টোর থেকে সরিয়ে নেয় টেক জায়ান্ট অ্যাপল। তবে অ্যাপলের এমন সিদ্ধান্তে আইনী লড়াইয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে এপিক গেমস।
Ad
অ্যাপলের সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাপ স্টোরের সকল নির্দেশিকা এবং শর্তাবলী মেনে এপিক গেমস একটি সফল ব্যাবসা গড়ে তুলেছে, এতে আমরা আনন্দিত। তবে অ্যাপ স্টোরের মাধ্যমে সফল একটি অ্যাপ্লিকেশনে বিশেষভাবেযুক্ত ফিচার কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে স্টোরের নির্দেশিকা এবং শর্তাবলী অগ্রাহ্য হলে তা ব্যাবহারকারীদের জন্য ঝুকিপূর্ন। আমরা গ্রাহকদের জন্য অগ্রাহ্যকর ফিচার সরিয়ে নিয়ে অ্যাপ স্টোরে পুনরায় ফোর্টনাইট যুক্ত করতে এপিক এর সাথে যোগাযোগের যথাসম্ভব চেষ্টা করবো।‘ অন্যদিকে এপিক গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তার মতে, “অ্যাপল ইনকর্পোরেশন পুরো একটি ব্যবসা ও অ্যাপ্লিকেশনের শ্রেণীকে নিজেদের ইকোসিস্টেমে প্রবেশ করতে বাধা দিচ্ছে, নিজেদের ব্যবসাকে সুরক্ষিত করতে তাদের প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিচ্ছে।” বিভিন্ন অনলাইন পত্রিকার বরাতে জানায় যায় অ্যাপলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট কোর্টে অভিযোগ দায়ের করেছে এপিক গেমস। উল্লেখ্য, এপিক গেমসের নিজস্ব অ্যাপসমূহে গ্রাহকদের বিভিন্ন ক্রয়ের ৩০ শতাংশ লভ্যাংশ অ্যাপল কিংবা গুগলকে প্রদান না করতেই নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্পটিফাই এবং টিন্ডার এর নির্মাতা প্রতিষ্ঠান ইতিপূর্বে গুগল-অ্যাপলের একচেটিয়া অ্যাপ স্টোর নীতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।