স্মার্টওয়াচে থাকছে ইসিজি, অক্সিমিটার এবং রক্তচাপ নির্ণয়ের সুবিধা!

Saturday, August 15 2020
স্যামসাং গ্যালাক্সী ওয়াচ ৩ স্মার্টওয়াচ
gsmarena


প্রযুক্তি দুনিয়ায় স্মার্টফোনের মতই স্মার্টওয়াচও বেশ জনপ্রিয়। হাতে পরিধানযোগ্য ছোট আকারের আধুনিক ফিচার সমৃদ্ধ এসব স্মার্টওয়াচ দেখতেও বেশ আকর্ষনীয়। প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানসমূহের প্রায় সবকটি প্রতিদিনই নিয়ে আসছে অভিনব ফিচারের এসব স্মার্টওয়াচ। তবে স্মার্টওয়াচের স্বাভাবিক ফিচারের পাশাপাশি বেশ কিছু উপকারী কিছু ফিচারও যুক্ত হচ্ছে। সম্প্রতি বাজারে আসা স্যামসাং গ্যালাক্সী ওয়াচ ৩ স্মার্টওয়াচে রয়েছে হৃদস্পন্দন শনাক্তকারী ইসিজি, রক্তচাপ নির্ণয় এবং রক্তে অক্সিজেনের পরিমান শনাক্তকারী অক্সিমিটার সুবিধা। হৃদরোগে আক্রান্ত রোগীদের একটি নির্দিষ্ট সময়ের হৃদস্পন্দন রেকর্ড করে পরবর্তীতে সেই রেকর্ড পরীক্ষা করে রোগীর পরিচর্যা করা হয়। অতি গুরুত্বপূর্ন হৃদস্পন্দন শনাক্তকারী এই ইসিজি একজন হৃদরোগে আক্রান্ত রোগীর জন্য অপরিহার্য। প্রাত্যহিক জীবনে রক্তচাপ নির্ণয় এবং মনিটরিং বেশ প্রয়োজনীয়। অন্যদিকে রক্তে অক্সিজেনের সম্পৃক্ততার হার নির্ণয়ে অক্সিমিটার করোনা মহামারীর শুরু থেকে বেশ মনোযোগ লাভ করেছে। ওজনে হাল্কা এবং দ্রুত ব্যবহারযোগ্য এই প্রযুক্তির ডিভাইস বর্তমানে অনেক স্মার্টওয়াচে ব্যাবহার হচ্ছে। স্যামসাং গ্যালাক্সী ওয়াচ ৩ স্মার্টওয়াচের এই অভিনব সেবা গ্রাহকদের মনোযোগ বিশেষভাবে আকর্ষন করছে।

স্যামসাং গ্যালাক্সী ওয়াচ ৩ স্মার্টওয়াচ যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের অনুমোদিত একমাত্র ইসিজি সার্টিফাইড স্মার্টওয়াচ। অনুমোদন লাভের পর থেকেই গ্রাহকদের জন্য ফার্মওয়্যার হালনাগাদ সংস্করণে ইসিজি মনিটরিং ব্যাবহারের সুবিধা দিয়ে আসছে স্যামসাং। তবে বর্তমানে শুধুমাত্র দক্ষিন কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে ইসিজি ও অক্সিমিটারযুক্ত স্যমাসাং গ্যালাক্সী ওয়াচ ৩। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪ ইঞ্চির সুপার অ্যামোলড ডিসপ্লে পর্দা, এক্সাইনস ৯১১০ চিপসেট, ডুয়েল-কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজ। টাইজেন ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্টওয়াচ পানি প্রতিরোধী, গরিলা গ্লাসের কভারযুক্ত এবং স্বতন্ত্র ওয়াফাই ব্যাবস্থায় চালিত। এই স্মার্টওয়াচের ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী একটানা তিনদিন পর্যন্ত কাজ করে এবং এর রয়েছে কিউআই ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। সিমকার্ড সাপর্টেড এই স্মার্টওয়াচ একাধারে স্ফিগমোম্যানোমিটার, ইসিজি এবং অক্সিমিটার হিসেবে কাজ করতে পারে। গ্রাহকের ঘুমের সময় এবং প্রাত্যহিক ব্যায়ামের সময় পর্যবেক্ষন করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে এই স্মার্টওয়াচ।
share on