নতুন চিপে বিশ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধির দাবি ইন্টেলের
Friday, August 14 2020investing.com
চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ইনকর্পোরেশনের আসন্ন নতুন চিপগুলোর কর্মক্ষমতা ২০% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন উপায়ে তৈরী ট্রানজিস্টর ব্যাবহারের ফলে চিপের প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পরবর্তী জেনারেশনের চিপের নির্মান প্রক্রিয়ায় গবেষকরা ৭ ন্যানোমিটার প্রসেসিং নোড ব্যাবহারে এই সফলতা পেয়ছেন। এছাড়াও ইন্টেল চিপের কর্মক্ষমতা বৃদ্ধিতে নতুন উদ্ভাবিত ‘সুপারফিন’ ট্রানজিস্টর ব্যাবহৃত হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তিতে ট্রানজিস্টর নির্মানে ক্যাপাসিটরে সম্পূর্ণ নতুন একটি উপাদান ব্যাবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ছোট আকারের অধিক কর্মক্ষম এসব চিপ ইন্টেলের আসন্ন প্রসেসর তৈরীতে ব্যাবহার করা হবে বলেও জানিয়েছে ইন্টেল। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টেলের চীফ আর্কিটেক্ট রাজা কদুরি বলেন, “আমাদের চিপের নোডসমূহে ২০ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধির রেকর্ড এটিই প্রথম।“ চিপ বিষয়ক মুরের সূত্র থেকে প্রাপ্ত পূর্ন কর্মক্ষমতার এই মাত্রা সর্বাধিক বলেও জানিয়েছেন তিনি।
Ad
রয়টার্স বলছে, ইন্টেলের প্রতিদ্বন্দ্বী তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফেকচারিং কর্পোরেশন(টিএসএমসি) কম শক্তি খরচে অধিক কার্যকর এবং ক্ষুদ্রাকৃতির চিপ নির্মানে বেশ এগিয়ে রয়েছে। অন্যদিকে পূজিবাজারে ইন্টেলের মত প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ২০ শতাংশের দরপতন হয়েছে। তবে ইন্টেলের আসন্ন আধুনিক প্রযুক্তির ‘টাইগার লেইক’ চিপের অধিক কর্মক্ষমতা এবং আকার গ্রাহকদের নিকট প্রতিষ্ঠানটিকে পুনরায় জনপ্রিয় করে তুলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নতুন চিপের ডিজাইনেও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চীফ আর্কিটেক্ট রাজা কদুরি। ল্যাপটপ নির্মাতাদের আধুনিক চিপের সর্বোচ্চ সুবিধা প্রদান এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইন্টেল।