ব্যাবসা প্রতিষ্ঠানে পরিচালন ব্যয় কমাবে ক্লাউড সল্যুশন
Thursday, August 13 2020unb
ক্লাউড নির্ভর অত্যাধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রায় সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠানে। সম্প্রতি এ বিষয়ক এক অনলাইন আলোচনায় দেশের ব্যাবসায়িক নেতৃবৃন্দ, আইটি বিশেষজ্ঞ এবং হুয়াওয়ের প্রতিনিধিরা এমনই বক্তব্য পেশ করেন। দেশের ব্যাবসা খাতের ব্যাক্তিত্বদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্রো উইথ সার্জিং ক্লাউড’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত এই সামিটে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্টার্টআপ ও বৃহৎ শিল্প খাতগুলোর ব্যবসায়িক কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধ্বি এবং শক্তিশালী ইকোসিস্টেম তৈরিতে সমন্বিত উদ্যোগের গুরত্ব নিয়েও সামিটে আলোচনা করা হয়েছে। হুয়াওয়ের তৈরি ক্লাউড ডেমো সেন্টারের বিভিন্ন ব্যাবসায়িক সমাধান দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়ীদের সামনে তুলে ধরেন হুয়াওয়ে কর্মকর্তারা। এছাড়াও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হুয়াওয়ের ক্লাউড পার্টনার প্রোগ্রাম, ফাইভজি, ক্লাউড এবং কৃত্তিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট উদ্ভাবনী প্রযুক্তিগুলোর ব্যাবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
Ad
বাংলাদেশে নিযুক্ত হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই অনলাইন আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও হুয়াওয়ের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “গত ২১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে হুয়াওয়ে তাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে দ্রুতবর্ধনশীল ডিজিটাল রূপান্তরের জন্য বিভিন্ন খাতে কাজ করছে।“ বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত খুব দ্রুত বিকশিত হচ্ছে এবং হুয়াওয়ে এ যাত্রায় ক্লাউড প্রযুক্তির লক্ষ্য: ‘অ্যাপ্লিকেশন ও ডাটা সক্ষমতা এবং ইন্টেলিজেন্ট বিশ্ব বিনির্মাণ’-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের মানুষের জনজীবনের উন্নতি, অংশীদারদের সহায়তা, এবং হুয়াওয়ের সাফল্য অর্জনে হুয়াওয়ের তাদের ক্লাউড সেবাসমূহের পরিধি এদেশে বিস্তৃত হতে পারে বলেও আশাবাদ ব্যাক্ত করেছেন হুয়াওয়ের এই চীনা নির্বাহী। হুয়াওয়ে ক্লাউডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান কারিগরী কর্মকর্তা গুয়ান নিও এবং হুয়াওয়ে ক্লাউডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইকোসিস্টেম ম্যানেজার টিনা ফায়ো নান্দার কিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।