ভূমিকম্পের আগাম সংকেত দেবে অ্যান্ড্রয়েড ফোন!
Wednesday, August 12 2020the verge
বিশ্বের সকল দেশে গ্রাহকদের হাতে থাকা স্মার্টফোন নেটওয়ার্ক হতে ভূমিকম্পের আগাম সংকেত প্রদানকারী প্রযুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছে গুগল। এই প্রযুক্তিতে গ্রাহকদের স্মার্টফোনে যুক্ত থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সরের মাধ্যমে গৃহীত ডেটা প্রসেসিং এর মাধ্যমে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জানা যাবে। ভূমিকম্প পরিমাপের প্রথাগত সিসমোমিটারের ন্যায় কাজ করবে গ্রাহকদের স্মার্টফোন। সফল পরীক্ষণ শেষে স্বল্প পরিসরে গ্রাহক পর্যায়েও এই প্রযুক্তির ব্যাবহার করতে যাচ্ছে গুগল। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে একটি পরীক্ষার অংশ হিসেবে কিছু সংখ্যক গ্রাহকের স্মার্টফোন হতে প্রাপ্ত সেন্সর ডেটা প্রসেসিং করে দেশটির জরিপ এবং জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জানানো হবে। বিশ্বব্যাপী ভূমিকম্পের আগাম বার্তা ও পরিমাপের বিভিন্ন প্রযুক্তি থাকলেও এই প্রযুক্তিকে সবচেয়ে দ্রুততম এবং নির্ভূল বলে দাবি করেছে গুগল।
Ad
গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার মার্ক স্টগেইটস বলেন, “অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য আমরা যথাসময়ে ভূমিকম্পের তথ্য পেতে সহায়ক সিস্টেমের সম্ভাবনা দেখতে পেয়েছি। যখন তারা খোঁজ করবেন কয়েক সেকেন্ডের মধ্যে সতর্ক সংকেত পাবেন এবং এতে প্রয়োজনীয় সতকতামূলর্ক ব্যবস্থা নিতে পারবেন।” অতি উচ্চ মূল্যের সিসমোমিটার এর বদলে ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোনের খুবই সাধারণ সেন্সর থেকে ভূমিকম্পের আগাম তথ্য ও সতর্কবার্তা পাওয়া গেলে গ্রাহকরা বেশ উপকৃত হবেন বলেও জানান তিনি। গুগল বলছে এই প্রযুক্তিতে একই এলাকার গ্রাহকদের স্মার্টফোন থেকে প্রাপ্ত ডেটার বিশ্লেষনে ভূমিকম্প শনাক্ত হলে পুরো এলাকার গ্রাহকদের বিশেষ সঙ্কেত এবং সতর্কবার্তা প্রেরণ করা সম্ভব। তবে গুগলের এই প্রযুক্তি বাস্তবায়নে বিগ ডাটার ব্যাবহারে শক্তিশালী এবং নির্ভূল অ্যালগরিদম অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে জাপানের মত অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ দেশের নাগরিকরা গুগলের এমন গবেষনায় সন্তোষ প্রকাশ করেছেন।