স্যামসাং গ্যালাক্সী নোট ২০ প্রি-বুকিং শুরু বাংলাদেশে

Tuesday, August 11 2020
স্যামসাং গ্যালাক্সী নোট ২০ আল্ট্রা
youtube


স্যামসাং গ্যালাক্সি নোট ২০ ও গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ৫জি স্মার্টফোনের প্রি-বুকিং শুরু হয়েছে বাংলাদেশে। ইএমআই অর্থাৎ কিস্তি সুবিধা এবং আকর্ষনীয় ক্যাশব্যাকসহ এই প্রি-অর্ডার অফার চলবে আগামী ৭ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত। স্যামসাং এর সবচেয়ে অগ্রসর এই নোট সিরিজের সর্বশেষ সংস্করণের স্মার্টফোন দুটির মূল্য যথাক্রমে ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা। গ্যালাক্সি নোট ২০ প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক এবং নোট ২০ আল্ট্রা ৫জি প্রি-অর্ডারে থাকছে ১৫ হাজার টাকা ক্যাশব্যাক। স্যামসাং অনুমোদিত নির্ধারিত কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ১২ কিংবা ১৮ মাসের সুদবিহীন সহজ কিস্তিতেও এই স্মার্টফোন দুটি ক্রয়ের সুবিধা রয়েছে। স্যামসাং এর নতুন এই স্মার্টফোন ক্রয়ে গ্রাহকরা গ্রামীণফোন, রবি-এয়ারটেল এবং বাংলালিংকের আকর্ষণীয় ডাটা বান্ডেল উপভোগ করতে পারবেন। এছাড়াও স্মার্টফোন দুটি স্যামসাংয়ের অফিশিয়াল স্টোর, জিপি শপ, রবি শপ, বাংলালিংক শপ, ইভ্যালী, পিকাবু এবং দারাজ থেকেও প্রি-অর্ডার করা যাবে।

প্রি-বুকিং অফারে ক্যাশব্যাক থাকায় গ্রাহকরা হাই-এন্ড স্মার্টফোন ক্রয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন। স্যামসাং গ্যালাক্সী নোট ২০ স্মার্টফোনে থাকছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে পর্দা, ৮জিবি র‍্যাম, ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী এবং ৪জি প্রযুক্তি। সবুজ এবং ধূসর এই দুই রঙ এ দেশের বাজারে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। অন্যদিকে, গ্যালাক্সী নোট ২০ আল্ট্রা ৫জি স্মার্টফোনে থাকছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে পর্দা, ১২জিবি র‍্যাম ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি, ৯ ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তি এবং অত্যাধুনিক ৫জি প্রযুক্তি। কালো এবং ব্রোঞ্জ এই দুই রঙ এ দেশের বাজারে পাওয়া যাবে আধুনিক এই স্মার্টফোনটি। স্যামসাং গ্যালাক্সী নোট সিরিজের নোট ২০ স্মার্টফোনের দুটি সংস্করণেই থাকছে উচ্চক্ষমতাসম্পন্ন ট্রিপল ক্যামেরা।
share on