এবার উবারে যুক্ত হলো বিকাশ
Tuesday, August 11 2020bkash
এখন থেকে রাইড শেয়ারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবারের পেমেন্ট বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন দেশের গ্রাহকরা। নগদ এবং ভাংতি টাকার ঝামেলা ছাড়াই রাইডের ভাড়া যাত্রীর বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবে পরিশোধিত হবে। কোনো প্রকার স্পর্শবিহীন এই পেমেন্ট সুবিধায় গ্রাহক এবং উবার চালক উভয়ই নিরাপদ থাকবেন। এছাড়াও প্রিয়জনকে উবার রাইড দিয়েও গ্রাহক নিশ্চিন্তে যেকোন স্থান থেকে যেকোন সময় বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশে বহুল আলোচিত ক্যাশলেস এই পেমেন্ট ব্যবস্থা, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের এই সময়ে যাত্রী এবং চালক উভয়কেই আরো নিরাপদ রাখতে সাহায্য করবে বলে মনে করছে উবার।
Ad
উবার রাইডের ভাড়া বিকাশের মাধ্যমে পরিশোধ করতে উবার মোবাইল অ্যাপের ‘টাচ’ মেনু থেকে ‘পেমেন্ট’ বা ‘ওয়ালেট’ নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাড পেমেন্ট মেথড’ নির্বাচন করতে হবে। পরের ধাপে বিকাশ নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহক একটি নোটিফিকেশন পাবেন। এই পেমেন্ট পদ্ধতিতে একবার বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করলে উক্ত গ্রাহকের পরবর্তী সব রাইডের ভাড়া স্বয়ংক্রিয়ভাবেই পরিশোধ হয়ে যাবে। এছাড়া দূর্বল নেটওয়ার্ক, গেটওয়ের বিরতি কিংবা অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে কখনো কখনো গ্রাহকের লেনদেনে যে বিলম্ব হয়ে থাকে, তাও এখানে এড়ানো সম্ভব হবে।
স্বয়ংক্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেমের অন্তর্ভূক্তি প্রসঙ্গে উবারের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর নন্দিনী মহেশ্বরী বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে বিকাশের মত শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠানের অবদানের প্রতি আমরা সম্মান জানাই। এই অংশীদারীত্ব গড়ার মাধ্যমে আমাদের গ্রাহকদের বিকাশের পেমেন্ট অপশনের সাথে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ব মহামারীর এই সময়ে যখন শহরগুলো আবার সচল হতে শুরু করেছে তখন নিরাপদ, ক্যাশলেস লেনদেনে মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করার গুরুত্ব আমরা অনুধাবন করেছি। এই পার্টনারশিপ নগদ টাকার উপর নির্ভরতা কমিয়ে দেশের ডিজিটাল আর্থিক অবকাঠামো আরো উন্নত করতে ভূমিকা রাখবে।” বিকাশের প্রধান ব্যাবসায়িক কর্মকর্তা মিজানুর রশীদ বলেন, “মহামারীর এই সময়ে আলী-পে এর সাথে পার্টনারশিপে বিকাশের মাধ্যমে উবার রাইডের স্বয়ংক্রিয় পেমেন্ট গ্রাহকদের জন্য আরো স্বস্তি বয়ে আনবে। নতুন এই ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা নিরবচ্ছিন্ন রাইড শেয়ারিং সেবা গ্রহণকে আরো নিশ্চিত করলো। অন্যদিকে রাইড শেয়ারিং সেবার শীর্ষ প্রতিষ্ঠান উবারের পেমেন্ট বিকাশের সেবা তালিকায় যুক্ত হওয়ায় আমাদের বৈচিত্রময় সেবা সম্ভার আরো সমৃদ্ধ হলো।“
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে দেশের প্রথম রাইডশেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করার পর উবার দেশের বিভিন্ন শহরের চালক ও যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে আসছে। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মতো শহরে সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে উবার চালক হিসেবে নতুন কর্মসংস্থানের যোগানও দিয়েছে উবার। অন্যদিকে দেশের সাড়ে চার কোটি গ্রাহকের প্রতিদিনের আর্থিক লেনদেনের নিত্য সঙ্গী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। বিকাশের নিরবিচ্ছিন্ন সেবার মাধ্যমে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের পেমেন্ট ব্যাবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন বলে জানিয়েছে বিকাশ।
Ad