আরও সাতটি ব্যাংক থেকে অনায়াসে টাকা আনা যাবে বিকাশে

Saturday, August 08 2020
বিকাশের ‘অ্যাড মানি’ সেবা
bkash


বিকাশের অন্যতম জনপ্রিয় ফিচার ‘অ্যাড মানি’ অপশন করোনা মহামারীতে হয়ে উঠেছে আরো জনপ্রিয়। এই অপশনের মাধ্যমে বিকাশ গ্রাহক খুব সহজেই বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে নিজের অথবা অন্যের ব্যাংক একাউন্ট কিংবা ব্যাংক একাউন্টের সাথে সংযুক্ত কার্ড হতে বিকাশ একাউন্টে টাকা গ্রহন করতে পারেন। এতদিন পর্যন্ত দেশের ১১টি ব্যাংকের সাথে বিকাশের এই লেনদেন সুবিধা থাকলেও এবার নতুন করে যুক্ত হল আরো ৭টি ব্যাংক। দেশের ব্যাংকিং সেক্টরের শীর্ষ পর্যায়ের এই ব্যাংকগুলো হচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। বিকাশ বলছে, দেশের ১৮ টি ব্যাংকের সাথে বিকাশে লেনদেন চালু হওয়ায় প্রায় সাড়ে চার কোটি মানুষ এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও দেশের ব্যাংকসমূহের অনুমোদিত সকল মাস্টারকার্ড কিংবা ভিসা কার্ড হোল্ডারও খুব সহজেই বিকাশে অ্যাড মানি করতে পারেন।

দেশের বেসরকারী ব্যাংকিং প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক উদ্যেগে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। প্রতিষ্ঠার পর থেকেই দেশের গ্রামে-গঞ্জে গ্রাহকদের জরুরী লেনদেন, বেতন-ভাতা গ্রহণ, সরকারী জরুরী সহযোগিতা পৌঁছে দেওয়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ক্রেডিট কার্ডের বিল, শিক্ষা প্রতিষ্ঠানের ফী প্রদান, অনলাইন কেনাকাটা, রেলের টিকিট এবং অনলাইন রিচার্জ গ্রাহকদের নিকট নিমেষেই পৌঁছে দিচ্ছে বিকাশ। এছাড়াও গ্রাহকদের জন্য যুক্ত হয়েছে জামানতবিহীন ঋণ সুবিধা, নতুন পেমেন্ট গেটওয়ে, নতুন বিল পেমেন্ট সিস্টেম, কিউআর কোডভিত্তিক টাকা গ্রহণের সুবিধা, গেইমসসহ আরো অনেক নতুন ফিচার। এসব অভিনবে ফিচারে গ্রাহক চাহিদার তুঙ্গে থাকা প্রতিষ্ঠানটি সহসাই দেশের মূল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
share on