যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করবে টিকটক
Saturday, August 08 2020bbc
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটক এর স্বত্তাধিকারী চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। আগামী দেড় মাসের মধ্যে সকল মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিকটক নিষিদ্ধের নির্বাহী আদেশ স্বাক্ষরের পর মোবাইল অ্যাপ্লিকেশনটির স্বত্তাধিকারী বাইটড্যান্স এই ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন টিকটকের বিরুদ্ধে চীনে মার্কিন নাগরিকদের তথ্য পাচার, নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ক্ষুন্ন এবং মার্কিন জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি বলে সম্প্রতি দাবী করেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আর এতেই জাতীয় নিরাপত্তার শঙ্কা বিবেচনা করে যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ নিষিদ্ধ করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বের প্রায় সব দেশেই সমানভাবে জনপ্রিয় এই অ্যাপটি কিনে নিতে আগ্রহ দেখিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।
Ad
আকস্মিকভাবে ট্রাম্পের টিকটক নিষিদ্ধের সিদ্ধ্বান্ত গ্রহনে বিষ্ময় প্রকাশ করেছে বাইটড্যান্স। আইনের শাসন রক্ষায় সম্ভাব্য সবধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষনায় দিয়েছে প্রতিষ্ঠানটি। টিকটকের পক্ষ থেকে বলা হয়, “আমাদের ব্যবসা, ব্যবহারকারীদের সুরক্ষায় সবকিছু করবো আমরা। মার্কিন প্রশাসন যদি আইনের শাসন রক্ষা না করে তবে আমরা যুক্তরাষ্ট্রের আদালেত যাবো।“ এদিকে টিকটকের ন্যায় চীনা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট নিষিদ্ধের ঘোষনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নির্বাহী আদেশ স্বাক্ষরের পর ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেন, “টিকটক ও উইচ্যাট স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য ব্যবহারকারীদের ফোন থেকে গ্রাহকের অজান্তেই সংগ্রহ করে। যা পরবর্তীতে গুপ্তচরবৃত্তি ও ব্ল্যাকমেইলিং এর কাজে ব্যাবহার হতে পারে।“ উল্লেখ্য, টিকটকের শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই গ্রাহক রয়েছে ২০ কোটি এবং বিশ্বজুড়ে রয়েছে ১০০ কোটিরও বেশী গ্রাহক।