বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক: ওকলা

Thursday, August 06 2020
দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক
Banglalink


দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। সম্প্রতি দেশের অন্যতম এই অপারেটর জিতে নিয়েছে আন্তর্জাতিক ওকলা স্পিড-টেস্ট অ্যাওয়ার্ড। সকল নেটওয়ার্ক অপারেটর সমূহের মধ্যে ওকলা স্পিড-টেস্ট অ্যাপের মাধ্যমে চালানো জরিপে সর্বোচ্চ ১৫.০৯ স্কোর পেয়ে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার হিসেবে এই পুরষ্কার অর্জন করেছে বাংলালিংক। এছাড়াও বাংলালিংকের গড় ডাউনলোড স্পিড ১২.৭৮ এমবিপিএস এবং আপলোড স্পিড ৬.৭৩ এমবিপিএস রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বছরের প্রথম চার মাসে গ্রাহকদের গড় ব্যাবহার এবং গড় প্রতিক্রিয়া প্রাপ্তির রেকর্ডের ফলাফলের ওপর ভিত্তি করে এই পুরষ্কার প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ওকলা। এই ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলালিংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা পিয়েরে বাউট্রস বলেন, “আমরা এই পুরষ্কারটিকে গ্রাহকদের সেরা ডিজিটাল পরিষেবা প্রদানের লক্ষ্যে সময়ের সাথে সাথে যে প্রযুক্তিগত অগ্রগতি করেছি তার স্বীকৃতি হিসাবে বিবেচনা করি।“

বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যাবস্থার কার্যক্ষমতা, গুনগতমান এবং ব্যাবহারযোগ্যতার নির্ভূল এবং বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রদান করে জনপ্রিয় প্রতিষ্ঠান ওকলা। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক জরিপে প্রদানকৃত তথ্যে বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডকে ঘোষনা করা হয়। দেশে রবি এবং গ্রামীণফোনের মত শীর্ষ অপারেটরকে টপকে দ্রুততম মোবাইল নেটওয়ার্ক খেতাবের ঘোষনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। বাংলালিংকের প্রধান ব্যাবসায়ীক কর্মকর্তা উপাঙ্গ দত্তের মতে, “বাংলালিংক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, গ্রাহকদের জন্য উন্নতমানের ডিজিটাল পরিষেবা চালু করার জন্য উচ্চ গতির ইন্টারনেটই মূল চাবিকাঠি। এই লক্ষ্যে, নেটওয়ার্ক গুণমান বৃদ্ধ্বিকরণ সর্বদা শীর্ষ অগ্রাধিকারগুলির একটি।“ রাষ্ট্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি বলছে, বাংলালিংকের চাহিদা মোতাবেক ২০১৮ সাল হতে দেশের সবচেয়ে বেশী স্পেকট্রাম তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

share on