নজর কাড়া ডিজাইনে নতুন স্মার্টওয়াচ নিয়ে আসছে অপো!
Monday, August 03 2020gsmarena
আধুনিক সব ফিচার এবং নজর কাড়া ডিজাইনে আসছে অপোর নতুন স্মার্টওয়াচ। বিশ্বব্যাপী সরবরাহের জন্য প্রস্তুত এই স্মার্টওয়াচ শাওমি অ্যামাজফিট কিংবা স্যামসাং গ্যালাক্সী ওয়াচকেও পেছনে ফেলে দিতে পারে। শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৩১০০ ওয়্যার চিপসেট, গুগল প্লে সাপোর্ট, ৪জি প্রযুক্তি, ওয়াফাই সাপোর্ট এবং ম্যাগনেটিক ফাস্ট চার্জিং প্রযুক্তি এই স্মার্টওয়াচকে গ্রাহকের চাহিদাসম্পন্ন একটি স্মার্টওয়াচে রূপ দিয়েছে। এছাড়াও এতে থাকছে লো পাওয়ার্ড এনার্জি সেভিং মোড, যা একটানা ২১দিন পর্যন্ত স্মার্টওয়াচকে চালু রাখতে সক্ষম। দুটি সংস্করনে ৪১ এবং ৪৬ মিলিমিটার অপো স্মার্টওয়াচ পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বাজারে সংস্করণভেদে এই স্মার্টওয়াচের মূল্য হতে পারে ১৭-২২ হাজার টাকা। ইউরোপ এবং ভারতে প্রি-অর্ডারে এই স্মার্টওয়াচ কেনা সম্ভব হলেও বাংলাদেশে এ ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
Ad
gsmarena
অপো স্মার্টওয়াচে থাকছে সর্বাধুনিক ১.৯১ ইঞ্চির অ্যামোলড ডিসপ্লে পর্দা। স্মার্টওয়াচটির আকর্ষনীয় ডিজাইনের বডি অ্যালুমিনিয়াম অ্যালয়ে তৈরী এবং পেছনের অংশে প্লাস্টিক এবং সিরামিক ব্যাবহৃত হয়েছে। আকর্ষণীয় রাবার স্ট্র্যাপ এবং স্টেইনলেস স্টীলের চেইন সংস্করণ বাজারে নিয়ে আসা হতে পারে। ডুয়েল বুটে কাজ করতে সক্ষম এই স্মার্টওয়াচ স্মার্ট মোডে সর্বোচ্চ ৩৬ ঘন্টা এবং পাওয়ার সেইভ মোডে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত সচল থাকবে। এছাড়াও ফাস্ট চার্জিং প্রযুক্তির ম্যাগনেটিক চার্জার মাত্র ১৫ মিনিটেই ৪৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারীর ৫০% চার্জ করতে সক্ষম। আধুনিক ডিজাইনের নিত্য নতুন ওয়াচ ফেইসযুক্ত এই স্মার্টওয়াচটি কালো কিংবা সোনালী রঙ এ বাজারে পাওয়া যাবে। চলতি মাসেই বিশ্বব্যাপী এই স্মার্টওয়াচ বাজারজাতে আগ্রহী নির্মাতা প্রতিষ্ঠান অপো। ওয়াই-ফাই সুবিধা, গুগল সাপোর্ট এবং ই-সিম ব্যাবহারের সুবিধা এই স্মার্টওয়াচকে বাজারের অন্যসব ওয়াচের তুলনায় নিশ্চিতভাবেই এগিয়ে রাখবে।