ভারতে আসছে রিয়েলমি ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জার
Monday, August 03 2020twitter
ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো রীতিমত প্রতিযোগীতায় নেমেছে। শাওমি, স্যামসাং, রিয়েলমি, অপ্পো, অ্যাপল, ভিভো এমনকি দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনও গবেষনা চালাচ্ছে দ্রুত চার্জ করার প্রযুক্তি নিয়ে। তবে এদের চেয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। সম্প্রতি তাদের ঘোষনা করা ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিতে স্মার্টফোনের চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী মাত্র ১০ মিনিটেই ফুল-চার্জ করতে সক্ষম। এছাড়াও বড় আকারের ৬৫ ও ৫০ ওয়াটের চার্জারের আকার ছোট করতে বেশ কিছুদিন ধরেই কাজ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু এখন পর্যন্ত বাজারে আসা স্মার্টফোনের সাথে বড় আকারের ৫০ কিংবা ৬৫ ওয়াটের ফাস্ট-চার্জিং প্রযুক্তি ব্যাবহার করেছে রিয়েলমি। তবে ছোট আকারের সহজেই বহনযোগ্য ৬৫ ওয়াটের সুপারডার্ট আল্ট্রা থিন চার্জার ভারতে নিয়ে আসার ঘোষনা দিয়েছেন প্রতিষ্ঠানটির ভারতীয় নির্বাহী মাধব শেঠ।
Ad
সম্প্রতি এক টুইটার বার্তায় রিয়েলমির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “শীঘ্রই ভারতে রিয়েলমির ৫০ এবং ৬৫ ওয়াটের আল্ট্রা থিন সুপারডার্ট চার্জার চলে আসবে।“ তিনি এই চার্জারকে সহজে ব্যাবহার এবং বহনযোগ্য বলেও উল্লেখ করেছেন। তবে রিয়েলমির কোন স্মার্টফোনের সাথে এই চার্জার অন্তর্ভূক্ত হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। আসন্ন এই চার্জার দুটি ওজনে এবং আকারে পূর্বের সুপারডার্ট চার্জারের তুলনায় যথেষ্ট হাল্কা ও ছোট হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রিয়েলমির ৫০ ওয়াটের সুপারডার্ট আল্ট্রা থিন চার্জারের সাথে অপ্পোর ৫০ ওয়াটের মিনি সুপারভোক চার্জারের বেশ মিল রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পোর ভাইস প্রেসিডেন্ট স্কাই লি স্বতন্ত্র প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে রিয়েলমি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে মাত্র দুবছরেই ভারত, দক্ষিন এশিয়া এবং চীনে যথেষ্ট গ্রাহক সমাদর পেয়েছে রিয়েলমি।