এগারো হাজার ফোরজি সাইটের মাইলফলক রবির

Monday, August 03 2020 দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে ১১ হাজারের বেশি ফোরজি সাইট চালু করল রবি। দেশের ৮০ শতাংশ মানুষ এখন রবির ফোরজি নেটওয়ার্কের আওতাভুক্ত--অন্য কথায় দেশের প্রতি ৫ জনের মধ্যে ৪ জনের কাছেই রবির ফোরজি নেটওয়ার্ক পৌঁছে দেয়া হয়েছে।

এগার হাজার ফোরজি সাইটের মাইলফলক রবির
credit - রবি


বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে যোগাযোগ রাখা, পছন্দের সিনেমাগুলি স্ট্রিমিং করা, টিউটোরিয়ালের মাধ্যমে প্রতিদিন নতুন কিছু শেখা, লাইভ করা, বন্ধুদের সাথে ভিডিও গেমিং কিংবা শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যম উপভোগ করার জন্য রয়েছে রবির বিস্তৃত ৪.৫জি ভিডিও স্ট্রং নেটওয়ার্ক।

এই অসামান্য অর্জন সম্পর্কে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমি খুব গর্বিত যে প্রথম অপারেটর হিসেবে ১১ হাজারের বেশি ৪.৫জি সাইটের মাইলফলক অর্জন করেছি। এর ফলে ভিডিও স্ট্রং ৪.৫জি নেটওয়ার্কে গ্রাহকদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল অফার দেয়ার সুযোগ আরো প্রসারিত হয়েছে।” [ বিজ্ঞপ্তি ]
share on