দেশের বাজারে আসছে অপো রেনো৪

Saturday, July 25 2020
অপো রেনো৪ স্মার্টফোন
pdevice


এ সপ্তাহে মালয়েশিয়া এবং ভারতে উন্মুক্তের পর আগামী সপ্তাহেই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে অপোর রেনো৪ স্মার্টফোন।
গত কয়েক মাসব্যাপী চলতে থাকা লকডাউন কিছুটা শিথিল হওয়ায় প্রতিদিনই দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানসমূহ।কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত উন্নত সেন্সর, অপোর আধুনিক ক্যামেরা, সময়োপযোগী নান্দনিক ডিজাইন অপো রেনো৪ স্মার্টফোনকে করেছে অনন্য। অপো বলছে, এই স্মার্টফোনে ব্যাবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা ফোনের ডিসপ্লেতে স্পর্শ না করেই হাতের ইশারায় ফোনের বিভিন্ন ফিচার নিয়ন্ত্রনের সুবিধা থাকছে। স্মার্টফোনের প্রধান ক্যামেরায় কম আলোতে বর্ণিল ছবি তুলতেকৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহারের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কার্ভড ডিজাইনে তৈরী অপো রেনো৪ স্মার্টফোনে থাকছে ৬.৪৩ ইঞ্চির ডুয়েল পাঞ্চ-হোল অ্যামোলড ডিসপ্লে পর্দা। ডিসপ্লে পর্দার সুরক্ষায় ব্যাবহৃত হয়েছে গরিলা গ্লাস ৬ সংস্করণ। শক্তিশালী অক্টা-কোর প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট এবং অ্যাড্রিনো ৬২০ জিপিইউ এই স্মার্টফোনকে করে তুলেছে সময়ের যোগ্য দাবিদার। সর্বশেষ ৪কে প্রযুক্তির ভিডিও ধারনে এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। সেলফি প্রেমী গ্রাহকদের জন্য অপো এতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সংযোজন করেছে। এতে আরো রয়েছে এআই কালার ভিডিও, নাইট ফ্লেয়ার পোট্রেট, এইআই কালার পোট্রেট, ৯৬০ ফ্রেম রেটের স্লো-মোশন ভিডিও, আল্ট্রা স্টেডি ভিডিও ৩ সংস্করণসহ রয়েছে অসাধারণ ছবি তোলার প্রযুক্তি। রেনো ৪ স্মার্টফোনটিতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারী চার্জ করতে স্মার্টফোনের বক্সেই দেওয়া রয়েছে ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির ৩০ ওয়াটের চার্জার। মাত্র ২০ মিনিটেই স্মার্টফোনটি ৫০% চার্জ করে নিতে সক্ষম বলে জানিয়েছে অপো। চোখ ধাঁধানো রঙে, অ্যান্ড্রয়েড ১০ সংস্করণে শীঘ্রই বাংলাদেশের বাজারে মাতাতে আসছে অপো রেনো৪।
share on