বিকাশে যুক্ত হল গেইমস
Friday, July 24 2020bkash
বিকাশের সর্বশেষ হালনাগাদে যুক্ত হয়েছে বেশ কয়েকটি ব্যাংকের অ্যাড মানি অপশন। এই অপশনের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাংকে না গিয়েই ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা যোগ করে নিতে পারেন। বিল পেমেন্টে যুক্ত হয়েছে ডেসকো, তিতাস গ্যাস এবং আধা-সরকারী বিভিন্ন সংস্থা। এতে ঘরে বসেই ঝামেলাহীন বিল সমূহ যথাসময়ে প্রদান করা যাবে সহজেই। কিউ আর কোড ভিত্তিক ক্যাশ আউট ব্যাবস্থা থাকলেও এই প্রথম বিকাশে যুক্ত হল পার্সোনাল কিউ আর কোড। যার মাধ্যমে যে কেউ আরো সহজে শুধু কিউ আর কোড স্ক্যান করেই অন্য গ্রাহককে নিরাপদে টাকা পাঠাতে পারবেন। বিকাশ নিয়ে এসেছে ইতিমধ্যেই দুর্দান্ত সাড়া পাওয়া বার্ড গেইম। এই গেইম খেলে আপনিও জিতে নিতে পারেন আইফোন। আর গেইমে টিকে থাকার লড়াইয়ে আপনার প্রয়োজনীয় ১০টি লাইফ পয়েন্ট কিনে নিতে পারবেন মাত্র ১টাকায়। এছাড়াও ঘরে বসে নিমেষেই একাউন্ট খোলার সুবিধা, নতুন একাউন্টে ৫০ টাকা ক্যাশব্যাক, ঈদ-পহেলা বৈশাখসহ বিভিন্ন উপলক্ষ্যে বিকাশ পেমেন্টে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাকতো থাকছেই। এসব অভিনবে ফিচারে সহসাই দেশের কোর ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকেও ছাড়িয়ে যেতে পারে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ।
Ad
গত সপ্তাহেই বিকাশ গ্রাহকদের জন্য সিটি ব্যাংকের মাধ্যমে দশ হাজার টাকা জামানতবিহীন ঋণ সুবিধার ঘোষনা আসে। সম্প্রতি তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে যুক্ত হয়েছে নতুন পেমেন্ট গেটওয়ে, নতুন বিল পেমেন্ট সিস্টেম, কিউআর কোডভিত্তিক টাকা গ্রহণের সুবিধা, গেইমসসহ আরো অনেক ফিচার। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা প্রায় আড়াই কোটি। গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ক্রেডিট কার্ডের বিল, শিক্ষা প্রতিষ্ঠানের ফী, অনলাইন কেনাকাটা, রেলের টিকিট, অনলাইন রিচার্জ, বেতন ভাতা গ্রহণসহ সরকারী জরুরী সহযগিতা গ্রাহকদের নিকট নিমেষেই পৌঁছে দিচ্ছে বিকাশ। ব্র্যাক ব্যাংক উদ্যেগে দেশের প্রান্তিক জনগনের নিকট ব্যাংকিং লেনদেনকে সহজ ও দ্রুততম করতে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি। গত নয় বছরে বিকাশের দেখাদেখি প্রতিষ্ঠিত হয় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের রকেট এবং সরকারী ডাক বিভাগের মোবাইল লেনদেন সেবা নগদ। তবে অভিনব সব ফিচার এবং গ্রাহক জনপ্রিয়তায় বিকাশ রয়েছে শীর্ষে।