সাশ্রয়ী শাওমি রেডমি ৯এ এখন বাজারে
Thursday, July 23 2020thephonetalks
দেশে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে চাহিদা বাড়ছে স্বল্পমূল্যের আধুনিক ফিচারের স্মার্টফোনের। শাওমি, রিয়েলমি, অপো, ভিভো, ওয়ালটনসহ প্রায় সবগুলো প্রতিষ্ঠানই ঝুকছে স্বল্পমূল্যে আধুনিক ফিচারের স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দিতে। আর সেই প্রতিযোগিতায় মাত্র দশ হাজার টাকায় দেশের বাজারে যুক্ত হল চীনা প্রতিষ্ঠান শাওমির রেডমি সিরিজের ৯এ স্মার্টফোন। স্বল্পমূল্যের আধুনিক ফিচারে সজ্জিত এই স্মার্টফোন নিয়ে বাংলাদেশে নিযুক্ত শাওমির কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘উল্লেখযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা সবার কাছে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য।’ সাশ্রয়ীমূল্যে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সাথে প্রত্যাশিত পারফরম্যান্স নিশ্চিত করবে শাওমির এই স্মার্টফোনটি বলেও উল্লেখ করেন তিনি।
Ad
চলতি মাসেই রেডমি সিরিজের ২য় এন্ট্রি লেভেল স্মার্টফোন রেডমি ৯এ তে থাকছে ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারনের সক্ষমতা রয়েছে। এন্ট্রি লেভেলের হলেও শক্তিশালী হেলিও জি২৫ অক্টা-কোর প্রসেসর রয়েছে এতে। গ্রাহকদের জন্য এই স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক সংস্করণ অ্যান্ড্রয়েড ১০। দীর্ঘক্ষণ ব্যাটারী ব্যাকআপ দেওয়ার জন্যে স্মার্টফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা ১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিতে দ্রুত চার্জ করতে সক্ষম। ২জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের এই স্মার্টফোনে আরো রয়েছে ডুয়েল ফোরজি সাপোর্ট সিম, ওয়াইফাই, ব্লুটুথ, হেডফোন জ্যাক, ফেইস আনলকসহ আধুনিক সব ফিচার। আগামীকাল থেকে দেশের সব শাওমি বিক্রয় কেন্দ্রে মাত্র ৯,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে রেডমি ৯এ স্মার্টফোন।