দেড় লাখ টাকার গ্যালাক্সি ফ্লিপ দেশের বাজারে
Sunday, July 19 2020Samsung Bangladesh
স্যামসাং এর সর্বপ্রথম ভাঁজ করা যায় এমন স্মার্টফোন গ্যালাক্সী জেড ফ্লিপ ক্রয় করে নিশ্চিতভাবেই আপনি পাবেন বিশাল অঙ্কের ক্যাশব্যাক। গত সপ্তাহে স্যামসাং এর অফিশিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশী গ্রাহকদের জন্য এই বিশেষ অফার ঘোষনা করেছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটি বলছে অল্প কিছুদিনের জন্য গ্রাহকরা এই স্মার্টফোনটি ৪০,০০০ টাকা ক্যাশব্যাকে ১,৪৯,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। সেই সাথে গ্রাহক যেকোনো সময় ফোনটির স্ক্রিনে যেকোনো সমস্যায় গ্রাহক সেবা কেন্দ্র হতে এককালীন মাত্র ১০,৫০০ টাকায় স্ক্রিন পরিবর্তন করে নিতে পারবেন। আর কোনো অতিরিক্ত মূল্য সংযোজন না করেই দেশের ইস্টার্ন ব্যাংকের হিসাবের মাধ্যমে ২৪মাসের ইএমআই কিংবা কিস্তি সুবিধার আওতায় কিনতে পারবেন এই স্মার্টফোন।
Ad
স্যামসাং গ্যালাক্সী জেড ফ্লিপ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল ডায়নামিক অ্যামোলড ডিসপ্লে। যা পূর্বের ফোল্ডেবল স্যামসাং ফোনগুলোর মতই তবে এই স্মার্টফোনের ডিসপ্লেও বাঁকানোর সুবিধা রয়েছে। বিশেষায়িত এই স্মার্টফোনে শক্তিশালী অক্টা-কোর প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট, ৭০০ মেগাহার্জের অ্যাড্রিনো ৬৪০ জিপিউ ব্যাবহৃত হয়েছে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রমের এই ফোল্ডেবল স্মার্টফোনটিতে থাকছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ এবং ৪জি এলটিই প্রযুক্তি। স্মার্টফোনটির ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী চার্জ করতে থাকছে ওয়্যারলেস প্রযুক্তির ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এই স্মার্টফোনটির অত্যাধুনিক ডিজাইন এবং ফোল্ডেবল অবস্থায় ছোট আকারের জন্য এটি বেশ জনপ্রিয়তার দাবিদার। বাংলাদেশে ক্যাশবেক অফারের আওতায় দ্রুতই স্যামসাং গ্যালাক্সী জেড ফ্লিপ অর্ডার করতে পারবেন এই ঠিকানা থেকে।