ডিজিটাল ডিভাইস কিনতে শিক্ষার্থীদের ঋণ প্রদান করা হবেঃ জব্বার

Sunday, July 19 2020
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
voicebd24


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ছাত্র-ছাত্রীদের জন্য অপরিহার্য। বাংলাদেশের বিদ্যমান ডিজিটাল অবকাঠামো সুজোগকে কাজে লাগিয়ে মেধাবী উদ্যোক্তাদের কার্যক্রমকে প্রসারিত করতে তরুণ শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের জন্য কিস্তি সুবিধার আওতায় প্রয়োজনীয় ডিভাইস কিনতে ঋণ প্রদান করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। মন্ত্রী এ বিষয়ে আরো বলেন, ‘ইন্টারনেট খরচ নয়, এটা শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ’। গতকাল বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত স্টার্টআপ অপরচুনিটিস ইন আইসিটি এন্ড টেলিকমিউনিকেশন্স শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘করোনায় পৃথিবীতে যে পরিবর্তন এসেছে করোনার পরেও বিশ্ব আগের জায়গায় ফিরে যাবে না। আমাদের সম্ভাবনাময় প্রতিভাকে কাজে লাগাতে হবে ডিজিটাল প্রযুক্তির বিকাশে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিকম সেক্টরে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে দেশীয় বড় প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভূক্তির লক্ষ্যে আয়োজিত হয় এই সেমিনার। উক্ত সেমিনারে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- এর ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী উদ্যোক্তা রুবাবা দৌলা। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি মোস্তফা জব্বার বলেন, ‘অতীতের তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে থাকা কৃষিভিত্তিক একটি দেশ ডিজিটাল করা অনেক বড় চ্যালেঞ্জ ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ প্রযুক্তিতে শত শত বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে।’ অনুষ্ঠানে উপস্থতি বক্তারা করোনা পরিস্থিতে ডিজিটাল সার্ভিসের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে নিরলস কাজ করে যাবার আহ্বান জানান।
share on