হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞার মাশুল গুণতে হবে যুক্তরাজ্যকেঃ চীন
Thursday, July 16 2020Reuters
সম্প্রতি যুক্তরাজ্যের ৫জি প্রযুক্তি নির্মানে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে চীন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপে হুয়াওয়েকে ৫জি প্রযুক্তির কাজ হতে বঞ্চিত না করার আহ্বান জানানো হয়। চীন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক চাপের ফলশ্রুতিতে হুয়াওয়েকে নিষিদ্ধ্ব করার ঘোষনা দিয়েছে যুক্তরাজ্য। উল্লেখ্য, ৫জি প্রযুক্তির বাস্তবায়নে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন বানিজ্য যুদ্ধ বিশ্ব রাজনীতিকে বেশ উত্তপ্ত করেছে। অন্যদিকে এই হুঁশিয়ারির ঘন্টাখানেকের মধ্যে বরিস জনসন ২০২৭ সালের মধ্যে যুক্তরাজ্যের নেটওয়ার্ক ব্যাবস্থা থেকে হুয়াওয়ের যন্ত্রপাতি এবং প্রযুক্তি বাদ দেওয়ার ঘোষনা দিয়েছেন। এই ঘোষনার পরপরই জনসনের সিদ্ধান্তকে যথার্থ বলে যুক্তরাষ্ট্রের সাথে ব্যাবসায় আগ্রহী দেশসমূহকে হুয়াওয়ে বর্জনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Ad
পৃথিবীর নেটওয়ার্ক ব্যাবস্থার ৯০ শতাংশ যন্ত্রপাতি এবং প্রযুক্তির সরবরাহকারী প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে হুয়াওয়ের তৈরী স্মার্টফোনে যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগল তাদের অ্যান্ড্রয়েড সেবা বন্ধ করে দিলে নিজস্ব অপারেটিং সিস্টেমে স্মার্টফোন বাজারজাত করা শুরু করে প্রতিষ্ঠানটি। তবে এই দ্বন্দ্বের শুরু থেকেই হুয়াওয়ের পাশে রয়েছে চীনের সরকার এবং তাদের জনগন। আর এই ফলস্রুতিতেই করোনা মহামারীতে বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা দেখা দিলেও হুয়াওয়ের মত প্রতিষ্ঠানের লাভের পরিমান কমেনি। হুয়াওয়ের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বলেন, “যুক্তরাজ্য প্রতিষ্ঠানটিকে(হুয়াওয়ে) ধ্বংস করে দিয়েছে, এটি শুধুমাত্র হতাশাব্যাঞ্জকই নয়, এটি বেশ হৃদয়বিদারক।“ বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুতই নেটওয়ার্ক সিস্টেমে হুয়াওয়ের প্রযুক্তি পরবর্তন করে নতুন প্রযুক্তি নিয়ে আসা যেমন সময়সাপেক্ষ, ঠিক তেমনি চীন, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপে হুয়াওয়ে বর্জন করে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্থ হতে পারে।