এবার ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এলো অপো
Wednesday, July 15 2020the verge
দ্রুততম সময়ে চার্জ হতে পারে এমন প্রযুক্তি সম্বলিত স্মার্টফোন বর্তমানে গ্রাহকদের নিকট বেশ জনপ্রিয়। কয়েক বছর ধরেই ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরিক্ষা চালিয়ে আসছে প্রায় সবকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ওয়ান প্লাস, সনি, অ্যাপল, স্যামসাংসহ সকল প্রযক্তি নির্মাতা প্রতিষ্ঠানেরই লক্ষ্য গ্রাহকদের নিকট তাদের দ্রুততম চার্জিং প্রযুক্তি পৌছে দেওয়া। তবে চীনা প্রতিষ্ঠান অপো দ্রুততম চার্জিং প্রযুক্তি আবিষ্কারে অন্য সকল প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে। তাদেরই নির্মিত ৬৫ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিকে ছাড়িয়ে এবার অপ্পো নিয়ে আসছে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এছাড়াও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিতেও ৬৫ওয়াটের এয়ার ভিওওসি চার্জারও অপোর নতুন উদ্ভাবন। তবে এ বছরের শুরুতে অপোর ১২০ ওয়াট চার্জিং প্রযুক্তির ঘোষনা আসলেও বানিজ্যিকভাবে এই প্রযুক্তি কোনো স্মার্টফোনেই দেখা যায়নি।
Ad
mobilemaya
অপো বলছে, ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে একটি স্মার্টফোনের চার হাজার মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারী সম্পূর্নরুপে চার্জ হতে সময় নিবে মাত্র ২০ মিনিট। এই প্রযুক্তিতে ৪১% পর্যন্ত চার্জ পূর্ন হতে সময় নেয় মাত্র ৫ মিনিট। অন্যদিকে ৬৫ ওয়াটের ওয়্যারলেস চার্জার মাত্র ৩০ মিনিটেই স্মার্টফোনের চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী সম্পূর্নরুপে চার্জ করতে সক্ষম হবে। তবে নতুন এই দুটি চার্জিং প্রযুক্তি শীঘ্রই আসন্ন অপ্পো স্মার্টফোনগুলোতে দেখা যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে অপ্পো স্মার্টফোনের যথাযথ নিরাপত্তা এবং কার্যক্ষমতা বৃদ্ধি করতে ফাস্ট চার্জিং প্রযুক্তির চার্জার, ব্যাটারী এবং ক্যাবল নতুন নকশার আদলে নির্মিত হবে বলেও জানিয়েছে অপ্পো। ধারণা করা হচ্ছে, বর্তমানে গ্রাহকদের চাহিদার বিপরীতে অপ্পোর দ্রুত চার্জ করতে সক্ষম এমন স্মার্টফোনসমূহ বেশ কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হবে।