ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা গুগলের

Wednesday, July 15 2020
‘ভারত ডিজিটাইজেশন ফান্ড’
techmeme


আগামী ৫-৭ বছরের মধ্যে পর্যায়ক্রমে ভারতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষনা দিয়েছে গুগল।ভারতে অবকাঠামো নির্মাণ, যৌথ অংশীদারিত্ব এবং ইকোসিস্টেম বিনির্মাণে এই বিশেষ ‘ডিজিটাইজেশন ফান্ড’ এর পরিকল্পনা করছে গুগল। ভারতের প্রতিটি নাগরিকের জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট এবং তাদের নিজস্ব ভাষায় তথ্য পাবার অধিকার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে গুগল। ভারতের প্রযুক্তি, শিক্ষা, স্ব্যাস্থ্য এবং কৃষিক্ষেত্রে আধুনিক চাহিদা এবং তার বিপরীতে প্রযুক্তির উন্নতিসাধনে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে গুগল। ক্ষুদ্র ও মাঝারী শিল্পপ্রতিষ্ঠানের আধুনিকীকরণে ঋন প্রদান, ডিজিটাল স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ, গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সহযোগিতা প্রদানসহ ভারত সরকারকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে গুগল। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এই ব্যাপারে পূর্নাঙ্গ প্রস্তাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট প্রেরণ করেছে বলেও জানা যায়। ডাটা সিকিউরিটি এবং গ্রাহকদের নিরাপত্তা নিয়েও কয়েকদফা গুগলের সাথে কথা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সরকার।

তবে বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর মোট জনসংখ্যার ১৭% বা ১৩৮ কোটি মানুষের দেশ ভারতে গুগলের সেবা জনপ্রিয় করতেই এই উদ্যোগ প্রতিষ্ঠানটির। উল্লেখ্য, সম্প্রতি ভারতে মোবাইল টেলিকম অপারেটর জিও -তে বিনিয়োগ করে ফেসবুক। স্যামসাং, ফক্সকন এবং অ্যাপলের মত প্রতিষ্ঠানও ভারতে বেশ বড় অঙ্কের বিনিয়োগ করছে। আর তাই ব্যাবসায় অন্যদের চেয়ে পিছিয়ে না থেকে ভারতের বিশাল জনগোষ্ঠীকে গুগলের গ্রাহক হিসেবে প্রতিষ্ঠা করতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষনা দিয়েছে গুগল।
share on