ক্যাশলেস নতুন পেমেন্ট সুবিধা চালু বাংলাদেশে
Sunday, July 12 2020unb
সম্প্রতি বাংলাদেশে চালু হল ক্যাশলেস অন-ডেলিভারী পেমেন্ট সল্যুশান ‘ক্যাশলেস পে’। ক্যাশলেস পেমেন্ট হচ্ছে নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল উপায়ে আর্থিক লেনদেনের বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে নগদ অর্থের পরিবর্তে সেবা প্রদানকারী সংস্থা এবং গ্রাহক নিজেদের মধ্যে সহজেই লেনদেন করে থাকে। দেশের ই-কমার্স প্ল্যাটফর্মসমূহের ডিজিটাল লেনদেন আরো স্বচ্ছ এবং সুবিধাজনক করতে পেপারফ্লাই, মাস্টারকার্ড এবং ইস্টার্ণ ব্যাংক যৌথভাবে এই সেবা প্রদান করবে। এই সেবার আওতায় পয়েন্ট অব সেলস(পিওএস) ডিভাইস ছাড়াই খুব সহজে গ্রাহক ই-কমার্স প্ল্যাটফর্মে ক্রয়কৃত পণ্য হাতে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবেন। পেপারফ্লাই বলছে ওয়েব ব্রাউজারে নিরাপদ উপায়ে এবং নির্ভরযোগ্য সার্ভারের মাধ্যমে গ্রাহকের লেনদেন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, বর্তমানে দেশের ই-কমার্স সাইটের ৯৫% আর্থিক লেনদেন ক্যাশ অন ডেলিভারী পদ্ধতিতে চালু রয়েছে। তবে এই পদ্ধতিতে কুরিয়ার সার্ভিসে গ্রাহকদের ঝামেলা পোহাতে হয় এবং মহামারীর এই সময়ে নগদ অর্থের মাধ্যমেও ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়। আর তাই দেশের গ্রাহকদের ভোগান্তি কমাতে ‘ক্যাশলেস পে’ সেবা চালু হল।
Ad
গতকাল এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে দেশের ব্যাংকগুলো ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করায় শীঘ্রই বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির অন্তর্ভূক্ত হতে যাচ্ছে‘। দেশের চারটি প্রধান লক্ষ্য – দক্ষ জনবল সৃষ্টি, ইন্টারনেট সেবার পরিধি বৃদ্ধি, ই-গভর্ন্যান্স এবং আইটি ইন্ডাস্ট্রির উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবীর, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইস্টার্ণ ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং খোরশেদ আনোয়ার, ইক্যাব সভাপতি শমি কায়সার এবং বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কার্যকর ও নিরাপদ লেনদেনে ডিজিটাল ক্যাশলেস পেমেন্ট প্রযুক্তি ব্যাবহারে গ্রাহকদের আহ্বান জানিয়েছেন।