দেশের বাজারে অবমুক্ত হল শাওমি রেডমি ৯
Wednesday, July 08 2020mobilemaya
বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন বাজারে সবচেয়ে সফল বিপণ্নকারী প্রতিষ্ঠান শাওমি। চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি প্রতিনিয়তই নিয়ে আসছে নতুন প্রযুক্তির স্মার্টফোন কিংবা অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী। স্মার্ট টিভি, কুলার, মাস্ক, এয়ার বাডস, ওয়েব ক্যাম, স্মার্ট চশমা, ব্লেন্ডার, ফ্রীজ, ওয়াশিং মেশিন, ড্রোন সবই রয়েছে শাওমির নির্মিত পণ্যের তালিকায়। তবে করোনা মহামারীতে উৎপাদন এবং সরবরাহ কিছুটা ব্যাহত হলেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় বাংলাদেশের বাজারে শাওমি আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো রেডমি সিরিজের আকর্ষনীয় রেডমি ৯ স্মার্টফোন। সর্বাধুনিক প্রযুক্তির হার্ডওয়্যার, চোখ রাঙানো ডিজাইন এবং আধুনিক সব স্মার্ট ফিচার নিয়ে বাংলাদেশে গতকালই রেডমি ৯ স্মার্টফোনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
Ad
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাওমির পক্ষ থেকে জানানো হয়, নতুন স্মার্টফোনটি পূর্বে আনা রেডমি স্মার্টফোনগুলো হতে তুলনামূলকভাবে কিছুটা বড়, এতে রয়েছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট এবং দারুণ ডিজাইন। রেডমি ৯ স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পন্ন ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফটোগ্রাফিতে সৃজনশীলতা নিয়ে আসতে এই স্মার্টফোনে রাখা হয়েছে ক্যালিডোস্কোপ এবং পাম শাটারের মত প্রিমিয়াম ফিচার। বাংলাদেশে কার্বন গ্রে, ওশান গ্রিন এবং সানসেট পার্পেল– এই তিনটি রঙে মাত্র ১৪,৯৯৯ টাকায় সকল অথোরাইজড শাওমি স্টোর এবং রিটেইল পার্টনার শপে স্মার্টফোনটি পাওয়া যাবে। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা রেডমি সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে শাওমি ফ্যানদের সবসময় অপেক্ষাকৃত সাশ্রয়ীমূল্যে সর্বোচ্চ প্রযুক্তির ডিভাইস তুলে দিতে চেয়েছি।‘