দেশের বাজারে হুয়াওয়ের নতুন ফোন নোভা-৭আই

Sunday, July 05 2020
হুয়াওয়ে নোভা-৭আই
gizte


দক্ষিন এশিয়ায় ভারতের পর সর্ববৃহৎ বাজার বাংলাদেশে নতুন স্মার্টফোন নিয়ে আসার ঘোষনা দিয়েছে হুয়াওয়ে। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে শীঘ্রই তাদের নোভা-৭আই স্মার্টফোনটি দেশের বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। হুয়াওয়ের পক্ষ থেকে এক অনলাইন বার্তায় আজ এ ঘোষনা করা হয়। হুয়াওয়ে বলছে, আজ থেকে শুরু হওয়া অনলাইন প্রি-বুকিং চলবে ৯ জুলাই পর্যন্ত। এছাড়াও প্রি-বুকিং করলে গ্রাহকরা পাবেন হুয়াওয়ে ব্যান্ড ২, ডেটা বান্ডেল এবং ইএমআই সুবিধা। এদিকে অপর এক বার্তায় হুয়াওয়ে বাংলাদেশের বাজারে ওয়াচ জিটি ২ই স্মার্টওয়াচ নিয়ে আসার ঘোষনা দিয়েছে। গ্রাহকদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে দুই সপ্তাহ ধরে ব্যাটারী ব্যাকআপ দিতে প্রস্তুত হুয়াওয়ের এই স্মার্টওয়াচে থাকছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং ফিচার। ১৩,৪৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১০.০ সম্বলিত এই স্মার্টফোনে থাকছে অক্টা কোর প্রসেসর, হাইসিলিকন কিরিন ৮১০ চিপসেট এবং মালি জি৫২ জিপিইউ। ৪২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী খুব দ্রুত সময়ে চার্জ করতে হুয়াওয়ের এই স্মার্টফোনের সাথে থাকছে ৪০ ওয়াটের সুপার চার্জিং প্রযুক্তি। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ সর্বমোট ৫টি ক্যামেরা থাকছে এই স্মার্টফোনে। সেলফি ক্যামেরায় ব্যাবহৃত হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম সংস্করণের এই স্মার্টফোনটির দাম হতে পারে ২৯,৯৯৯ টাকা। হুয়াওয়ের নোভা-৭আই স্মার্টফোনটি এখনি প্রি-বুক করতে মেসেজ অপশনে গিয়ে ‘’HWE RT PRI Color(Black, Emerald Green, Light Pink/Blue)’’ লিখে ১৬৩২২ নম্বরে এসএমএস পাঠিয়ে দিন।
share on