আসছে চার্জারবিহীন আইফোন?

Monday, June 29 2020
আইফোন এক্সএস ম্যাক্স
cnet


সচরাচর আইফোন বক্সে থাকা চার্জার এবং এয়ারবাডস থাকছেনা অ্যাপলের আসন্ন আইফোনগুলোতে। প্রযুক্তি বিশ্লেষক মিং-চু-কুয়ো এর মতে, এবছরের আইফোনের বক্সে পাওয়ার অ্যাডাপ্টার এবং এয়ারপড সরবরাহ বন্ধ করতে যাচ্ছে অ্যাপল। সেই সাথে নতুন মডেলের আইফোন এসই ফোনের বক্সেও থাকবেনা পাওয়ার অ্যাডাপ্টার। কুয়োর এই মন্তব্য বেশ ফলাও করে প্রচার করছে প্রযুক্তি বিষয়ক প্রথম সারির স্ংবাদমাধ্যমসমূহ। কুয়োর মতে, ৫জি প্রযুক্তির অন্তর্ভূক্তিতে স্মার্টফোনের খরচ বেড়ে যাওয়ায় চার্জার এবং এয়ারবাড বাদ দিয়ে আইফোনকে গ্রাহকের সাধ্যের মধ্যে রাখতেই অ্যাপলের এই প্রচেষ্টা। এছাড়া ছোট বাক্সে আইফোনের সরবরাহ করা হলে পরিবহন খরচ কমে যাবে এবং তা হবে পরিবেশ বান্ধব। উল্লেখ্য, বর্তমানে অ্যাপলের যেকোনো আইফোনের সাথে ৫ ওয়াট/১৮ ওয়াট ইউএসবি-এ অ্যাডাপ্টার এবং এয়ারপডস দেওয়া থাকে।

সম্প্রতি অ্যাপলের বাৎসরিক সবচেয়ে বড় সম্মেলন অ্যাপল ডেভেলপার কনফারেন্সে বেশ কিছু নতুন সংযোজন ও উদ্ভাবনের লক্ষ্যের কথা বলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। সম্মেলনে অ্যাপলের নিজস্ব এআরএম চিপ তৈরির ঘোষনাও করা হয়। তবে চার্জার কিংবা এয়ারবাড বাদ দেবার ঘোষনা না আসলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারনা আইফোনকে হাতের নাগালে পৌছে দিতে এমনটা করতে পারে অ্যাপল। গ্রাহকদের মতে সবার বাসায়ই দুটি কিংবা একটি অ্যাপল চার্জার থাকতে পারে, সেক্ষেত্রে আইফোনের সাথে অতিরিক্ত চার্জারের জন্য খরচ করতে চাইবেন না কেউ ই। আবার অনেক গ্রাহক বলছেন, আইফোন বক্সে চার্জার না থাকলে আইফোনে ইউএসবি সি টাইপ চার্জার পোর্ট সংযুক্ত করা উচিত। অন্যদিকে আসন্ন আইপ্যাডে অ্যাপলের নতুন নির্মিত ২০ ওয়াটের ফাস্ট চার্জার সংযুক্ত করা হতে পারে বলেও ধারণা করছেন অনেকে।
share on