চট্টগ্রামে চালু হল ই-পাসপোর্ট সেবা
Monday, June 29 2020zoombangla
দেশে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে এবছরের শুরুতে। বিশেষ ইলেকট্রনিক চিপযুক্ত এই ই-পাসপোর্ট বর্তমানে ব্যাবহৃত মেশিন রিডেবল পাসপোর্ট এর তুলনায় অনেক বেশি নিরাপদ এবং কার্যকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হলেও কার্যত ই-পাসপোর্ট প্রদান করে আসছিলো শুধুমাত্র ঢাকার পাসপোর্ট অফিসসমূহ।করোনা পরিস্থিতির মত বিভিন্ন জটিলতায় চট্টগ্রামসহ অন্যান্য কেন্দ্রে ই-পাসপোর্ট সেবা চালু করা সম্ভব হয়নি। অবশেষে গতকাল দেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল মোহাম্মদ নুরুল আলম। চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসান বলেন, ৩০ মার্চ আমাদের (পাঁচলাইশ অফিস) ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের কথা থাকলেও করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি সাধারণ ছুটি শুরু হওয়ার কারণে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন কর্মসূচি বাতিল করা হয়।
Ad
ই-পাসপোর্টের জন্য নতুন ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি ই-পাসপোর্টের সাধারণ ফি সাড়ে ৩ হাজার টাকা, জরুরি ফি সাড়ে ৫ হাজার টাকা এবং অতীব জরুরি ফি সাড়ে ৭ হাজার টাকা। এছাড়া, ১০ বছর মেয়েদের পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ফি ৭ হাজার টাকা, জরুরি ফি ৯ হাজার টাকা এবং অতীব জরুরি ফি ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট মিলবে তিন দিনে, জরুরি পাসপোর্ট সাতদিনে এবং সাধারণ পাসপোর্ট ২১ দিনে পাওয়া যাবে বলে জানান পাসপোর্ট অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা। তবে ই- পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী সকল তথ্য পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আবেদনকারীর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের তথ্যাদি সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে।