অনলাইনে চলছে ডিজিটাল মেলা ২০২০

Monday, June 29 2020
ডিজিটাল মেলা ২০২০
BSS


দেশে এই প্রথমবারের মত অনলাইনে চালু হয়েছে ডিজিটাল মেলা। বাংলাদেশ জাতীয় পোর্টালে দেশের ৬৪ জেলাকে সংযুক্ত করে ডিজিটাল প্ল্যাটফর্ম জুমে এই মেলার আয়োজন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ডিজিটাল মেলা ২০২০ আয়োজনের ঘোষনা করা হয়। ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। অনুষ্ঠানে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, আইসিটি বিভাগের প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামারবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজিটাল মেলা ২০২০ এর প্রধান লক্ষ্য দেশের ৬৪টি জেলার ডিজিটাল কর্মযজ্ঞ জনগনের সামনে তুলে ধরা। এছাড়াও ৬৪ জেলার জাতীয় পোর্টালের অন্তর্ভূক্তিতে সহজেই তথ্য আহরণে জনগনকে উৎসাহিত করতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই মেলায় প্রত্যেক জেলা প্রশাসক তাদের নিজস্ব প্রশাসনিক এলাকার ডিজিটাল কার্যক্রম উপস্থাপন করবেন। ডিজিটাল মেলা ২০২০ এর আয়োজন সফল করতে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক এবং উদ্যোক্তাদের নিজ নিজ জেলা প্রশাসনকে সাহায্য করতে আহ্বান জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আইসিটি বিভাগ এবং এটুআই এর যৌথ উদ্যেগে ৩ দিনের এই ডিজিটাল মেলায় যোগ দিতে এই ঠিকানায় প্রবেশ করুন।

share on