রেকর্ড ইপিএস-এ পুঁজিবাজারে ওয়ালটন

Friday, June 26 2020
ওয়ালটন লোগো
waltonbd


দেশের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে অন্তর্ভূক্ত হতে যাচ্ছে শীঘ্রই। অন্তর্ভূক্তির প্রাক্কালে শেয়ার প্রতি আয়ের রেকর্ড প্রস্তাবনা পেয়েছে প্রতিষ্ঠানটি। পুঁজিবাজারে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে শেয়ার প্রতি আয়ের হিসেবে ৮ম অবস্থানে থাকতে পারে ওয়ালটন। আর শেয়ার প্রতি আয়ের হার হতে পারে ৪৫.৮৭ টাকা। পুঁজিবাজারে অন্তর্ভূক্তিতেই প্রথম সারির প্রতিষ্ঠান হতে পারা ওয়ালটনের জন্য অনেক বড় অর্জন। গত বছরের অর্থনৈতিক তথ্যাদি বিশ্লেষণে ধারণা করা হয়, দেশীয় প্রতিষ্ঠানসমূহের মধ্যে পুঁজিবাজারে ওয়ালটনের অবস্থা হতে যাচ্ছে দ্বিতীয়। খবর ইউএনবি-র।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তা পার্থ প্রতীম দাস এর মতে, শেয়ার প্রতি আয়ের রেকর্ডে প্রথম সারির প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ থেকে বিনিয়োগকারীরা সাধারণত তাদের প্রত্যাশিত লাভ পেয়ে থাকেন। পুঁজিবাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদের মতে, ওয়ালটনের ব্যাবসায়িক কার্যক্ষমতা দুর্দান্ত। দেশের পুঁজিবাজারে ওয়ালটনের মত প্রতিষ্ঠানের অন্তর্ভূক্তিতে পুঁজিবাজার আরো শক্তিশালী হবে বলেও জানান তিনি। পুঁজিবাজারে সাধারন বিনিয়োগকারীদের জন্য ওয়ালটনের প্রতি একক শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ২৫২ টাকা। পুঁজিবাজারে ওয়ালটনের অবস্থা নিয়ে এক মন্তব্যে দেশের শীর্ষস্থানীয় একটি ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের পরিচালক এম এ হাফিজ বলেন, প্রাথমিক প্রস্তাবনায় ওয়ালটনের শেয়ার প্রতি এত উচ্চ আয়ের হার আগে কখনো কোনো প্রতিষ্ঠানের দেখিনি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠানটির প্রতি একক শেয়ারের বিপরীতে এত উচ্চ আয়ের সূচক একটি অধিক লাভজনক প্রতিষ্ঠানের ইঙ্গিত দেয়।
share on