দোকানের পাট চুকিয়ে দেবে মাইক্রোসফট

Friday, June 26 2020
মাইক্রোসফট স্টোর
Reuters


সকল আউটলেট বা বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট । যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রোসফট কর্পোরেশনের প্রধান নির্বাহী সত্য নাদেলার মতে, এই মুহুর্তে এটি বেশ কঠিন একটি সিদ্ধান্ত। ভারতীয় বংশোদ্ভূত এই মাইক্রোসফট কর্মকর্তা কৌশলগত এই সিদ্ধান্তের জন্য মাইক্রোসফট স্টোরসমূহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্ম হতে আয় বৃদ্ধিকে প্রধান কারন হিসেবে উল্লেখ করেন। করোনা মহামারীর শুরু থেকেই বিশ্বজুড়ে অন্যান্য প্রযুক্তি পণ্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের মত মাইক্রোসফট স্টোরসমূহ বন্ধ রয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই বাড়ছে অনলাইন মাধ্যমের উপর নির্ভরতা। মাইক্রোসফটের পণ্যের বিক্রয়েও গ্রাহকরা বেছে নিচ্ছেন অনলাইন স্টোর এবং বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান। তবে অনলাইনে জনপ্রিয়তা লাভ করায় সম্পূর্নরুপে বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া প্রথম প্রতিষ্ঠান মাইক্রোসফট।

এখন থেকে শুধুমাত্র অনলাইনেই গ্রাহকদের সেবা প্রদান করবে মাইক্রোসফট। প্রতিষ্ঠানের কর্পোরেট পরিষেবার আওতায় কর্মীরা নিজ নিজ বাসা থেকেই( রিমোট ) কাজ করবেন বলেও জানিয়েছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজের স্বত্তাধিকারী এই প্রতিষ্ঠানটি। করোনা মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। অন্যদিকে লন্ডন, নিউ ইয়র্ক এবং সিডনিতে অবস্থিত মাইক্রোসফট এক্সপেরিয়েন্স সেন্টারগুলোর ব্যাপারে সিদ্ধান্ত শীঘ্রই জানাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
share on