নেপালে এনসেলের পরিচালক হলেন রবির মাহতাব উদ্দিন
Tuesday, June 23 2020robi.com.bd
দেশের ২য় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর রবির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদকে নেপালের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর এনসেলের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজিয়াটা গ্রুপের প্রতিভাবান কর্মকর্তা মাহতাব বাংলাদেশের রবির পাশাপাশি নেপালের এনসেলের হয়েও কাজ করবেন। এনসেলের পরিচালনা পর্ষদ পরিচালক হিসেবে মাহতাব উদ্দিনের নিয়োগ অনুমোদন করেছে বলেও জানা যায়। মাহতাব উদ্দিন ১লা নভেম্বর ২০১৬ তারিখে বাংলাদেশের নাগরিক হিসেবে সর্বপ্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠান আজিয়াটার অধিভূক্ত বাংলাদেশী প্রতিষ্ঠান রবির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
Ad
আশিয়ানভুক্ত দেশসমূহ বিশেষত দক্ষিন এশিয়ায় মোবাইল অপারেটর ব্যাবসায় বেশ আধিপত্য রয়েছে আজিয়াটা গ্রুপের। মালয়শিয়ার সেলকম, ইন্দোনেশিয়ার এক্সএল, শ্রীলঙ্কার ডায়ালগ, বাংলাদেশের রবি, কম্বোডিয়ার স্মার্ট এবং নেপালের এনসেলসহ এই অঞ্চলের সবচেয়ে বড় মোবাইল অপারেটর নিয়ন্ত্রক সংস্থা আজিয়াটা গ্রুপ। আজিয়াটা গ্রুপের প্রতিষ্ঠান এনসেলে বাংলাদেশী দায়িত্বশীল কর্মকর্তা মাহতাবের নিয়োগ বাংলাদেশের জন্য গৌরবের। আজিয়াটার পাশাপাশি তিনি বর্তমানে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের (এএমটিওবি) সভাপতি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নির্বাহী কমিটির সদস্য। তিনি জাতীয় কাউন্সিল অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) সদস্য।