কি নিয়ে আসছে নতুন নকিয়া ৫৩১০?

Sunday, June 21 2020
নোকিয়া ৫৩১০ এক্সপ্রেসমিউজিক হ্যান্ডসেট
xiteTech


একসময়ে ফোনের বাজারে রাজত্ব করা নকিয়া এখন প্রায় মলিন। তবে ব্যাবসায় ফিরতে মরিয়া ফিনল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক প্রযুক্তি নির্মাতা এই প্রতিষ্ঠানটি। নকিয়ার সবচেয়ে প্রচলিত এবং বহুল সমাদ্রিত এক্সপ্রেসমিউজিক সিরিজের হ্যান্ডসেট নকিয়া ৫৩১০। ফোনে গান শোনার জন্য বিশেষভাবে নির্মিত তৎকালীন বড় আকারের স্পিকারযুক্ত এই ফোন বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিলো। তবে বৈচিত্র্যময় প্রযুক্তির দুনিয়ায় স্মার্টফোনের প্রাচুর্য্যে এক দশক ধরে রাজত্ব করা নোকিয়ার মতই গ্রাহকরা ভূলতে বসেছেন এক্সপ্রেসমিউজিক ফিচার ফোনকেও। আর তাই নতুনভাবে ২০২০ সংস্করণে এক্সপ্রেসমিউজিক হ্যান্ডসেটকে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশে সম্প্রতি অবমুক্ত হল নকিয়া ৫৩১০। হ্যান্ডসেটটির সম্মুখভাগে থাকছে অপেক্ষাকৃত বড় আকারের দুটি শক্তিশালী স্পিকার। থাকছে এক্সপ্রেসমিউজিক হ্যান্ডসেটের অনন্য বৈশিষ্ট্য স্বতন্ত্র মিউজিক বাটন। এছাড়াও নকিয়ার অন্যান্য ফিচার ফোনের ন্যায় এফএম রেডিও, ব্লুটুথ, শক্তিশালী ব্যাটারী তো থাকছেই।

নকিয়া ৫৩১০ এক্সপ্রেসমিউজিক হ্যান্ডসেটে থাকছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ পর্দা, ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ১২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ডুয়েল সিম ব্যাবস্থা। এমটি ৬২৬০এ প্রসেসরযুক্ত এই ফিচার ফোনে ৮ এমবি র‍্যাম এবং ১৬ এমবি রম থাকছে। কালো-লাল এবং সাদা-লাল এই দুটি বর্ণে পাওয়া যাবে এই ফোন। ইউএসবি চার্জারপোর্ট যুক্ত এই ফিচার ফোনের দাম ৪ হাজার ৯৯ টাকা।
share on