করোনার সময়ে ইন্টারনেটের ব্যব‌হার বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ: আইসিটি প্রতিমন্ত্রী

Tuesday, June 16 2020 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার বলেছেন, চলমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ, ই-কমার্সে কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ এবং মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫০ লাখ। বার্তাসংস্থা ইউএনবি-র এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

করোনার সময়ে ইন্টারনেটের ব্যব‌হার বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ: আইসিটি প্রতিমন্ত্রী
image credit: UNB


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ও এলআইসিটি প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত আইটি-আইটিইএস খাতের ব্যবস্থাপনা পেশাজীবীদের জন্য ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রোফেশনাল (এসিএমপি) ৪.০ গ্রীষ্মকালিন ২০২০’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পলক আরও বলেন, দুর্যোগকালীন স‌ময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার এটি একটি প্রকৃষ্টতম উদাহরণ।

‘কোভিড-১৯ মহামরির প্রাদুর্ভাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক পরিবর্তন ত্বরান্বিত করছে। এ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পরলে দেশ পিছিয়ে যাবে,’ যোগ করেন প্রতিমন্ত্রী।

share on