দেশেই চালু হল করোনা ট্রেসিং অ্যাপ্লিকেশন
Friday, June 05 2020dhaka tribune
বাংলাদেশে চালু হল করোনা ট্রেসিং অ্যাপ্লিকেশন ‘করোনা ট্রেসার বিডি’।করোনার উৎপত্তিস্থল চীনসহ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালী, সিঙ্গাপুর, মালয়শিয়া, বাহারাইন এবং পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ট্রেসিং অ্যাপ ইতিমধ্যেই চালু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে করোনা ট্রেসিং অ্যাপ চালু করা হলেও গ্রাহকদের লোকেশন এবং ব্যাক্তিগত নিরাপত্তা ক্ষুন্ন হবার কারণে পরবর্তীতে বন্ধ করে দেয়া হয় এধরনের অ্যাপ্লিকেশনের ব্যাবহার।
Ad
বাংলাদেশে আইসিটি বিভাগ এর উদ্যেগে দেশীয় প্রতিষ্ঠান সহজ এই অ্যাপ্লিকেশন নির্মান করেছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইসিটি বিভাগের উদ্যোগে অ্যাপটি তৈরিতে কাজ করেছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, এটুআই, এসডিএমজিএ ও সহজ।” ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ্লিকেশনটি স্মার্টফোনের ব্লুটুথ এবং লোকেশন সার্ভিস ব্যাবহার করে স্বয়ংক্রিয়ভাবে করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শ সম্পর্কে অবহিত করবে। আধুনিক প্রযুক্তির এই অ্যাপ্লিকেশন পুর্বে গ্রাহকের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নতুন করে করোনা সনাক্ত হলে তা সম্বন্ধেও সচেতনতা এবং করণিয় নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। কোনো অ্যাপ ব্যবহারকারীর একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অন্য ব্যাবহারকারী আসলে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ ব্যাবস্থার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যান্ড্রয়েড গ্রাহকরা খুব সহজেই ব্যাবহার করতে পারবেন ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি। অনলাইন সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা ট্রেসিং অ্যাপ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বলেন, “করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এমনি একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”