ক্রোম ব্রাউজারে নজরদারির গুরুতর অভিযোগ গুগলের বিরুদ্ধে
Wednesday, June 03 2020The Straits Time
ক্রোম ব্রাউজারে ‘ইনকগনিটো মোড’ বা ‘ব্যাক্তিগত পর্যায়’ সেটিংস ব্যাবহার করেও গ্রাহকের তথ্য বেহাত হওয়ায় সম্প্রতি গুগলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, এটি এমন একটি সুরক্ষিত ব্রাউজিং ব্যাবস্থা যার মাধ্যমে ইন্টারনেটে ব্রাউজিং করার সময় গ্রাহকের ব্যাক্তিগত তথ্য, অবস্থান এবং সার্চ করা তথ্য গ্রাহকের কম্পিউটার স্মরণ রাখা থেকে বিরত থাকে। কিন্তু ‘ইনকগনিটো মোড’ ব্যাবহার করা হলেও গ্রাহকের বন্ধুমহল, শখ, প্রিয় খাদ্য, পছন্দের পণ্য সামগ্রী, আপত্তিকর তথ্য গুগল সংগ্রহ করছে বলে অভিযোগ করেন এক গ্রাহক। সম্প্রতি এমনই একটি অভিযোগের প্রেক্ষিতে গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় গ্রাহকদের ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি ডলারের জরিমানাও দাবিও করা হয়েছে।
Ad
Beeobom
ওয়েব সাইট ও অ্যাপ্লিকেশনভিত্তিক নির্ভরযোগ্য বিজ্ঞাপনী সংস্থা গুগল অ্যাড ম্যানেজার এবং ওয়েব সাইট পর্যবেক্ষনকারী সেবা গুগল অ্যানালিটিকসসহ অন্যান্য সেবা প্রদানে গ্রাহকের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ‘ব্যাক্তিগত’ ইন্টারনেট সেবাও বাদ যাচ্ছেনা। সুরক্ষিত সেবার নামে অবৈধ উপায়ে গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়া ঠেকানোর প্রতিকার চেয়ে এবং গ্রাহকদের এই ক্ষতি পুষিয়ে নিতে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণও দাবি করা হয়েছে আলোচিত এ মামলায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুগলের এক মুখপাত্র এই মিথ্যা দাবির বিরুদ্ধে কঠোরভাবে নিজেদের রক্ষা করা ঘোষনা দিয়েছেন।