যুক্তরাষ্ট্রে দাঙ্গার কারণে পিছিয়ে গেলো অ্যান্ড্রয়েড ১১ উন্মোচন
Saturday, May 30 2020Reuters
অ্যান্ড্রয়েড ১১ এর ডেভেলপার সংস্করণ ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে মাসখানেক পূর্বে। আর তখন থেকেই অফিশিয়াল সংস্করণ নিজেদের স্মার্টফোনে পেতে মুখিয়ে আছেন অ্যান্ড্রয়েড গ্রাহকরা। কিন্তু মাত্র একসপ্তাহ বাকি থাকতেই অ্যান্ড্রয়েড গ্রাহকদের দুঃসংবাদ শোনাল অ্যালফাবেট ইনকর্পোরশনের মালিকানাধীন প্রতিষ্ঠান গুগল। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাঙ্গা এবং বিক্ষোভের কারনেই পিছিয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১১ এর উন্মোচন অনুষ্ঠান। গতকাল গুগল ডেভেলপার্স ওয়েবসাইটে একটি বিশেষ বার্তায় এই ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট গুগল।
Ad
সম্প্রতি জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ আমেরিকান নাগরিকের পুলিশি নির্যাতনে মৃত্যুবরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে ফুসে উঠে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের নাগরিকরা। ভাংচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা এখন আশঙ্কাজনক। আর তাই গুগল তাদের সময়োপযোগী সিদ্ধান্তের অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ১১ এর উন্মোচন অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়াতে বেশ নিরাশ হয়েছেন গ্রাহকরা। নতুন সংস্করণে যেসব ফিচার থাকছে তা নিয়ে শীঘ্রই জানানো হবে বলে গ্রাহকদের আশ্বস্তও করেছে গুগল। বিশ্বের আড়াইশ কোটির ও বেশী গ্রাহকের পছন্দের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। গুগলের এই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করনে লোকেশন এক্সেস, মাইক্রোফোন, ক্যামেরা ডেটা এবং বিরক্তিকর ফোনকল ঠেকাতে স্ক্রিনিং সুবিধা যুক্তের কথা পুর্বেই ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।