এখন থেকে ভাইরাল হওয়া একাউন্ট যাচাই করবে ফেসবুক

Saturday, May 30 2020
ফেসবুক
the verge


নাচ, গান, আবৃত্তি, অভিনয় এসকল দক্ষতায় পরিচিত লাভ করাটা ফেসবুকের দুনিয়ায় অপেক্ষাকৃত স‌হজ। এমনকি যদি কোনো বিশেষ দক্ষতা নাও থাকে, শুধুমাত্র দর্শকের হাততালির সুবাদে কোনো পোস্ট লক্ষ কিংবা কোটি দর্শকের নিকট পৌছালেই তিনি আগামীকাল 'বড় অভিনেতা'। ফেসবুকের কল্যানেই এত দ্রুত ভাইরাল হওয়া অভিনেতাদের অভিনয় আমরা দেখতে পাই। ব্যাবসা বাণিজ্যতেও ফেসবুক-মার্কেটিং বেশ প্রভাব ফেলছে। বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় প্রাণ সঞ্চার করেছে ফেসবুক মার্কেটিং। আবার অন্যদিকে, লাইসেন্সবিহীন ভেজাল ও নকল পণ্য উৎপাদন করে ফেসবুকের মাধ্যমে বিক্রয় করে রাতারাতি গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। বিক্রেতাদের এ ধরনের ব্যাবসায় কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা কিংবা যাচাইকরন প্রক্রিয়াও প্রয়োজন নেই। তবে এ সপ্তাহ থেকেই ভাইরাল হওয়া ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের পরিচয় শনাক্তে নতুন আইন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, এখন থেকে ভাইরাল কিংবা জনপ্রিয় ফেসবুক আইডির বাস্তব পরিচয় শনাক্তে বিশেষ ফর্ম পূরণ করতে হবে গ্রাহকদের। যেসব গ্রাহক এই ফর্ম পূরণ করতে সমর্থ্য হবেন না তাদের ভাইরাল হওয়া পোস্ট পূর্বের ন্যায় গ্রাহকদের নিকট পৌছাবে না। ক্ষেত্র বিশেষে সন্দেহজনক কিংবা আইন ভঙ্গকারী গ্রাহক সাময়িক কিংবা আজীবনের জন্য নিষিদ্ধও হতে পারেন।

গ্রাহক জনপ্রিয়তার তুঙ্গে থাকা ফেসবুকের ব্যাপ্তি যেমন বাড়ছে, সেভাবে বাড়েনি এর বিশ্বাসযোগ্যতা। তবে ব্যবসা ধরে রাখতে গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জনে নিয়মিত কাজ করে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। আর তারই অংশ হিসাবে এবার ভাইরাল হয়ে যাওয়া একাউন্টসমূহের তথ্য যাচাইকরনের উদ্যেগ নিয়েছে ফেসবুক। উল্লেখ্য, সর্বশেষ এবছরই কোভিড-১৯ মহামারীর নকল করোনা ভ্যাক্সিন বিক্রয় এবং প্রচার বন্ধেও ব্যাবস্থা নিয়েছিলো ফেসবুক।
share on