স্যামসাং স্টোরে সুরক্ষা সনদ চালু ভারতে

Friday, May 29 2020
স্যামসাং স্টোরঃ ভারত
sammobile


ক্রেতা, বিক্রেতা এবং দোকান মালিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং কোভিড-১৯ মোকাবেলায় ভারতে সুরক্ষা সনদ ব্যাবস্থা চালু হয়েছে। ভারত সরকারের উদ্যোগে ব্যাবসা প্রতিষ্ঠানে নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করলেই কেবল মিলবে এই সনদ। এই সনদ প্রাপ্তিতে ব্যাবসায়ীদের নিতে হবে বিশেষ ট্রেনিং। স্যামসাং এর সকল বিক্রয়কেন্দ্র প্রতিদিন নিয়মিত জীবানুমুক্তকরন, পর্যাপ্ত জীবানুমুক্তকারী সরঞ্জাম মজুত এবং বিক্রয়কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষনের মাধ্যমেই অর্জন করে নিয়েছে এই সনদ। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখা, অনলাইনে বিক্রয়ের ব্যাবস্থা এবং কন্টাক্ট-লেস পেমেন্ট সিস্টেমের ব্যাবহার বাড়ানোসহ বেশ কিছু ব্যাবস্থা নিয়েছে দক্ষিন এশিয়ায় ব্যাবসা সফল এই কোরিয়ান প্রতিষ্ঠান।

কোভিড-১৯ মহামারীর সংক্রমণে বিশ্বজুড়ে নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশেও পর্যায়ক্রমে শিথিল হচ্ছে লকডাউন। তবে করোনা সংক্রমন পুরোপুরি বন্ধ করা না গেলেও প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে স্বল্প পরিসরে ব্যাবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর এতেই খুব দ্রুত ব্যাবসায়িক মন্দা কাটাতে মরিয়া স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানসমূহ। কোরিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ভারতজুড়ে তাদের বেশ কয়েকটি বিক্রয়কেন্দ্র ইতিমধ্যেই খুলে দিয়েছে। তবে গ্রাহক এবং বিক্রয়কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির সকল ভারতীয় বিক্রয় কেন্দ্র অর্জন করে নিয়েছে সুরক্ষা সনদ। ধারণা করা হচ্ছে, করোনা মোকাবেলায় অন্যান্য দেশেও শীঘ্রই এ ধরনের প্রতিরোধমূলক ব্যাবস্থা নিয়ে গ্রাহকদের আস্থা নিশ্চিত করবে স্যামসাং।
share on