স্করসেসির ছবি প্রযোজনা করবে অ্যাপল
Thursday, May 28 2020Reuters
গত বছর অ্যাপলের অর্থায়নে নির্মিত হয়েছে হলিউডের ব্যাবসা সফল ছবি গ্রেহাউন্ড। বিখ্যাত অভিনেতা টম হ্যাংকস অভিনীত এই চলচ্চিত্রের স্বত্তাধিকারী অ্যাপল ইনকর্পোরেশন। তবে থেমে নেই অ্যাপলের এই যাত্রা। এবছরও অ্যাপল নির্মান করতে যাচ্ছে আরেকটি ছবি। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হলিউডের প্রবীণ নির্মাতা মার্টিন স্কর্সেসের পরবর্তী ছবি "কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন" তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাপল।
Ad
১৯২০ সালে বেশ কয়েকজন স্থানীয় আমেরিকানের হত্যার বিষয়ে এফবিআই এর তদন্ত এবং তার পরবর্তী ঘটনা নিয়ে ডেভিড গ্রানের নন-ফিকশন বই অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে "কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন"। এই ছবিতে প্রধান অভিনেতা হিসাবে থাকছেন বর্তমানে হলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো। আর হলিউড নির্মাতা মার্টিন স্কর্সেসের সর্বশেষ ছবি দ্য আইরিশম্যান নেটফ্লিক্সে ব্যাপক সাড়া তুলেছিলো। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অ্যাপল অরিজিনাল ফিল্ম লেবেলে এবং প্যরামাউন্ট পিকচার্স এর প্রচারনায় বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌছাবে এই ছবি। উল্লেখ্য, এই ছবিটি নির্মানে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স যথেষ্ট আগ্রহী হলেও শেষ পর্যন্ত অ্যাপলই নির্মাতাদের সাথে ছবিটির প্রযোজনায় চুক্তিবদ্ধ হতে সক্ষম হয়েছে।