সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে ট্রাম্পের নির্বাহী আদেশ!
Thursday, May 28 2020Reuters
গতকাল এক টুইট বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ষণশীলদের দমিয়ে রাখার অভিযোগে প্রয়োজনে এসকল মাধ্যম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি ডাকযোগে ভোটদানের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের একটি টুইটে বিশেষ চিহ্ন বসিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। আর এতেই ক্ষুব্ধ হয়ে আরেকটি টুইটে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহকে তথ্য প্রমাণ বিহীন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং নাগরিকদের স্বাধীনতাক্ষুন্নের অভিযোগ করেন। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রন রক্ষার্থে নির্বাহী আদেশ প্রণয়নের ঘোষনা দেন। এই আদেশের মাধ্যমে তিনি ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে তথ্য উপস্থাপনের সত্যতা যাচাই এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদনা পরিহারে যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রনে নিয়ে আসার পরিকল্পনা করেন। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের এমন আদেশের ফলে ব্যাবহারকারীরা স্বাধীন মত প্রকাশের ক্ষমতা হারাতে পারেন।
Ad
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে সরব উপস্থিতির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড জনসন ট্রাম্প। বিশিষ্ট আমেরিকান ব্যাবসায়ী এবং যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটারে অনুসারীর সংখ্যা ৮ কোটির ও বেশী। প্রেসিডেন্ট হিসেবে এককভাবে সবচেয়ে বেশী ৫০ হাজারের বেশী টুইট করেছেন তিনি। উইকিপিডিয়ার তথ্যমতে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব লাভের পর মাত্র আড়াই বছরেই তিনি ১৭ হাজার টুইট করেছেন। তবে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভূল তথ্য উপস্থাপন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে বিতর্কিতও হয়েছেন এই প্রভাবশালী নেতা।