ইন্টারনেট স্পিডে নতুন রেকর্ড অস্ট্রেলিয়ার

Saturday, May 23 2020
বাইনারী সংখ্যা
the verge


এবার অস্ট্রেলিয়ার একদল গবেষক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশী ইন্টারনেট স্পিডের নতুন রেকর্ড তৈরি করেছেন। অস্ট্রেলিয়ার প্রথম সারির মোনাস, সোয়াইনবার্ন এবং আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যৌথভাবে এই গবেষনা চালান। তাদের উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে প্রতি সেকেন্ডে ৪৪.২ টেরাবাইট ডেটা ইন্টারনেট ব্যাবহার করে আদান প্রদান করতে সক্ষম। অর্থাৎ এই গতিতে ১০০গিগাবাইটের ৫০ টি আলট্রা এইচডি ব্লু-রে ডিস্ক এক সেকেন্ডেই ডাউনলোড করা সম্ভব।

নতুন রেকর্ড করা এই ইন্টারনেট স্পিড অর্জনে ব্যাবহৃত হয়েছে ৭৫ কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার এবং একটি মাত্র ইন্টিগ্রেটেড চিপ। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের মেলবোর্ন ক্যাম্পাস এবং মোনাস বিশ্ববিদ্যালয়ের ক্লেটন ক্যাম্পাসের মাঝে সংযোগকৃত এই অপটিক্যাল ফাইবারটি স্থাপন করে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক। আর এতে ইন্টারনেটের সাহায্যে মাইক্রো-কম্ব প্রযুক্তি ব্যাবহার করে সফল হয়েছেন গবেষকরা। এই উদ্ভাবনের সাথে সরাসরি সম্পৃক্ত মোনাস বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিল এর মতে, আমাদের গবেষণা ইতিমধ্যে ব্যাবহার হওয়া অপটিক্যাল ফাইবারের দক্ষতার প্রমান দেয়। এনবিএনকে এই প্রকল্পের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে নেটওয়ার্ক ব্যাকবোনের বিকাশে এই গবেষনার ফলাফলকে কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন তিনি। ইন্টারনেট স্পিডের নতুন রেকর্ড গড়া এই প্রযুক্তির ব্যাবহার বিভিন্ন ডেটা সেন্টারের ক্ষেত্রে শীঘ্রই চালু হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে স্বল্প মূল্যে বানিজ্যিক ভিত্তিতে উৎপাদন সম্ভব হলে অচিরেই আপনিও ৪৪.২ টেরাবাইট/সেকেন্ড গতিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন বাসায় বসেই।
share on