প্রতিশোধ নেবে চীন

Monday, May 18 2020
হুয়াওয়ে স্টোর
mashable


চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে কেন্দ্র করে শুরু হওয়া চলমান সংকটে নতুন মোড় নিয়েছে। হুয়াওয়েসহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রে পণ্য আমদানীসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প প্রশাসন। ধাপে ধাপে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষুদ্র যন্ত্রাংশ ও চিপের জন্য কার্যত চীনের ওপর নির্ভরশীল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল এর সবচেয়ে বড় যন্ত্রাংশ সরবরাহকারী চীনা প্রতিষ্ঠান ফক্সকন। এছাড়াও গুগল, ফেসবুক এবং মাইক্রোসফট এর মত প্রতিষ্ঠানের প্রতিনিয়তই চীনের কারিগরি সাহায্যের প্রয়োজন। আর এখন হুয়াওয়ের প্রতি দমনমূলক ব্যবস্থার প্রতিশোধ গ্রহণের চিন্তাভাবনা করছে বেইজিং।

নিষেধাজ্ঞার মধ্যেই করোনা মহামারী এবং ৫জি প্রযুক্তি নিয়ে এই দ্বন্দ্ব আরো ঘোরতর হয়েছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই করোনা ভাইরাস উৎপাদন ও সংক্রমনের জন্য চীনকে দায়ী করে আসলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য দেশের বিভিন্ন সংস্থা এই দাবির পক্ষে কোনো তথ্যপ্রমান পায়নি বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ৫জি প্রযুক্তি বাস্তবায়নে হুয়াওয়ে তথা চীনা প্রতিষ্ঠানের সহায়তা নেয় মিত্র দেশ যুক্তরাজ্য। তবে এই পর্যন্ত সকল নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জারি করা হলেও এবার কঠোর হতে যাচ্ছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় হুয়াওয়ে এবং অন্যান্য চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দমন বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি প্রদান করে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে চীন তাদের প্রতিষ্ঠান সমূহের আইনগত অধিকার নিশ্চিতে সবকিছু করতে প্রস্তুত। তবে প্রেসিডেন্ট শি জিনপিং এর রাজনৈতিক দল সমর্থিত একটি চীনা সংবাদপত্র বলছে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাচ্ছে চীন সরকার। চীন সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গ্লোবাল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের আচরনে চীনের প্রতিশোধের শুরুটা হতে যাচ্ছে অ্যাপল, সিসকো, কোয়ালকম এর মত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চীনে নিষিদ্ধ করার মাধ্যমে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা বোয়িং এর ওপর ও আরোপ হতে পারে এই নিষেধাজ্ঞা। বাস্তবে এমন পরিস্থিতির সৃষ্টি হলে চীন-যুক্তরাষ্ট্র বানিজ্য যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই করোনায় নাজুক বিশ্ব অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
share on