অবশেষে খুলছে শতাধিক অ্যাপল স্টোর!
Monday, May 18 2020ndtv
করোনা মহামারীতে বিশ্বজুড়ে চলতে থাকা লকডাউনে প্রায় দুই মাস ধরে বন্ধ ছিলো পৃথিবীজুড়ে প্রায় সকল অ্যাপল স্টোর। গ্রাহক এবং কর্মীদের করোনা সংক্রমন ও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে কারখানা ও বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা কেন্দ্র বন্ধ রাখায় ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়েছে বিশ্বের অন্যতম বড় এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের বিভিন্ন প্রদেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিথিল করা হচ্ছে লকডাউন। আর তাই বিশ্ব অর্থনীতির নাজুক এই পরিস্থিতির মধ্যে ঘুরে দাঁড়ানোর সিদ্ধ্বান্ত নিয়েছে অ্যাপল। শীঘ্রই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত ১০০টিরও বেশী বিক্রয়কেন্দ্র খুলে দিতে যাচ্ছে। উল্লেখ্য, পৃথিবীর ২৫ টি দেশে অ্যাপলের প্রায় ৫০০ টিরও অধিক অফিসিয়াল আউটলেট বা অ্যাপল স্টোর রয়েছে।
Ad
করোনা মহামারীতে স্কুল-কলেজ, অফিস-আদালত যাবতীয় সবকিছুই অনলাইন নির্ভর হয়ে পড়ে। আর এই লকডাউনে অ্যাপল আইফোন, আইপ্যাড কিংবা ম্যাকের সমস্যা নিয়ে অনেকেই শঙ্কায় ছিলেন। অ্যাপল স্টোর বন্ধ থাকায় কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। তবে এবার অ্যাপল স্টোর পুনরায় চালু হবার খবরে অনেকটা নিশ্চিন্ত হয়েছেন অ্যাপল গ্রাহকেরা। গ্রাহক ও কর্মীদের স্ব্যাস্থ্য ঝুঁকি এড়াতে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যাবস্থা নিয়েছে অ্যাপল। স্টোরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা, লোক সমাগম নিয়ন্ত্রন, মাস্ক পরিধান ও শরীরের তাপমাত্রা পরীক্ষণ বাধ্যতামূলক এবং প্রয়োজনীয় নিয়মিত জীবানুমুক্তকরন উপকরণ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে অ্যাপলের ব্যাবসা বিষয়ক প্রধান ডেইড্রে ও’ব্রায়েন বলেন, “নিরাপদ পরিবেশের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেই কেবল আমরা স্টোর খুলতে প্রতিশ্রুতিবদ্ধ।“ অ্যাপলের সাম্প্রতিক ব্যাবসায়িক অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে রয়টার্স এর একটি গবেষনামূলক প্রবন্ধ মতে, সময়োপযোগী সিদ্ধান্তের ফলে খুব দ্রুতই ব্যাবসায়িক মন্দা কাটিয়ে উঠবে অ্যাপল।