সাত বছরের মধ্যে স্মার্টফোন বিক্রয় তলানীতে
Thursday, May 14 2020statista
২০২০ সালের শুরুতেই বিশ্বজুড়ে দেখা দেয় করোনা মহামারী। আর এতে ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয় স্মার্টফোন বিক্রয়, উৎপাদন এবং সরবরাহ। চীন থেকে সর্বপ্রথম সনাক্ত হওয়া এই করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে বিপুল অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে। অধিকাংশ প্রযুক্তি পণ্যের কাচামালের সরবরাহকারী চীন বলে প্রযুক্তি দুনিয়ায় ক্ষতির পরিমান সবচেয়ে বেশী।বিশ্বজুড়ে চলতে থাকা লকডাউনে প্রায় সব দেশেই আমদানী রপ্তানি বন্ধ থাকায় তৈরিকৃত স্মার্টফোন সরবারহও করতে পারছেনা উৎপাদক প্রতিষ্ঠানসমূহ। কর্মীদের করোনা সংক্রমনের আশংকায় বন্ধ রয়েছে অনেক স্মার্টফোন উৎপাদনকারী কারখানা। আর তাই প্রতিদিনই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিপুল অংকের লোকসান গুনতে হচ্ছে।
Ad
২০২০ সালের প্রথম ৪ মাসের হিসাবে বিশ্বজুড়ে গত সাত বছরের মধ্যে সবচেয়ে কম স্মার্টফোন বিক্রয় হয়েছে। ইতিমধ্যেই ৪ মাসের হিসাবে গত বছরের তুলনায় প্রায় ১২% স্মার্টফোন কম বিক্রয় হয়েছে। স্মার্টফোন বিক্রয়ের এই ঘাটতিতে শঙ্কিত স্যামসাং, অ্যাপলসহ প্রথম সারির প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানসমূহ। গত ৪ মাসে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের আমদানী-রপ্তানী হার হ্রাস পেয়েছে যথাক্রমে ১৮% এবং ১৬%। চীনা গণমাধ্যম বলছে করোনা মহামারীতে তাদের প্রযুক্তি পন্যের রপ্তানী ২০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে প্রযুক্তি দুনিয়ার গবেষকরা মনে করেন, বিশ্ব অর্থনীতির ব্যাপক ক্ষতি স্বত্বেও সময়োপযোগী সিদ্ধান্ত এবং গ্রাহক চাহিদা মেটাতে পারলে খুব দ্রুতই এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।