অ্যান্ড্রয়েড ১১ আসছে আগামী মাসে
Wednesday, May 06 2020cnet
বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান, গুগলের তৈরি এই অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসের সংখ্যা আড়াইশ কোটির বেশী। ২০০৮ সাল থেকে গত ১২ বছরে অ্যান্ড্রয়েডের ১৫টি বানিজ্যিক সংস্করণ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। প্রতিনিয়তই নতুন ফিচার এবং প্রযুক্তি নিয়ে হাজির হওয়ায় অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ গ্রাহকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে। এবছরও বেশ কিছু অভাবনীয় উদ্ভাবন এবং সেবা নিয়ে হাজির হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১১। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের মতে, জুন মাসের প্রথম সপ্তাহেই অবমুক্ত হচ্ছে গুগলের পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণ অ্যান্ড্রয়েড ১১।
Ad
করোনা মহামারীতে বিশ্বজুড়ে বন্দি দশা চলতে থাকায় অনলাইন ইভেন্টের মাধ্যমেই অ্যান্ড্রয়েড ১১ উন্মুক্ত করবে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি গুগল ডেভেলপার্স একাউন্ট থেকে করা একটি টুইটে বলা হয়, অ্যান্ড্রয়েড ১১ উন্মুক্তকরন অনলাইন ইভেন্টটি হতে যাচ্ছে ৩রা জুন। আর ইভেন্ট শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন অ্যান্ড্রয়েডের সহ-সভাপতি ডেভ ব্রুক এবং জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন কাবার্টসন। তবে বড় পরিসরে উন্মুক্তকরনের পূর্বে ডেভেলপারদের যাচাই করার জন্যে এখনি ডেভেলপার সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ১১ সংস্করনে লোকেশন এক্সেস, মাইক্রোফোন, ক্যামেরা ডেটা এবং বিরক্তিকর ফোনকল ঠেকাতে থাকছে স্ক্রিনিং সুবিধা। বিশ্লেষকরা বলছেন স্প্যামিং, স্পুফিং এবং অবৈধ ট্রেসিং ঠেকাতে গৃহীত এসব নিরাপত্তামূলক ফিচার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।