জীবন রক্ষাকারী ভেন্টিলেটর তৈরির কাজ করছে ওয়ালটন
Tuesday, April 28 2020image credit: WALTON/Anamul Hasan
করোনা সংক্রমনে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত মানুষের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৫৫ জন মানুষ। করোনায় আক্রান্ত এসব রোগীর বেশীরভাগই তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। এসব শ্বাসকষ্ট রোগীদের বাঁচাতে প্রয়োজন কৃত্রিম শ্বাস যন্ত্র বা ভেন্টিলেটর। অতিরিক্ত রোগীর চাপে পৃথিবীর বিভিন্ন দেশে এই মুহুর্তে তীব্র ভেন্টিলেটর সংকটে পড়ছে। বাংলাদেশেও এমন সংকটের আশঙ্কায় জীবন রক্ষাকারী ভেন্টিলেটর নির্মানে এগিয়ে আসছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্বমানের ৩টি মডেলের ভেন্টিলেটর তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশের সবচেয়ে বড় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
Ad
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত মেডিকেল যন্ত্রপাতি তৈরিকারক প্রতিষ্ঠান মেডট্রনিকস এর কারিগরি সহযোগিতায় ওয়ালটন তৈরি করেছে ‘ডব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটর’। সূত্র বলছে, এই মডেলটি বিশ্বমানের পিবি ৫৬০ মডেলের আদলে তৈরি হয়েছে যা যথেষ্ট কার্যকর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান ওয়ালটন কর্তৃক দেশেই তৈরি ৩টি মডেলের কার্যকরী ভেন্টিলেটরের প্রোটোটাইপ শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রেরণ করা হবে। তিনি আরো উল্লেখ করেন, স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্র পাবার পরই ওয়ালটন পরীক্ষামূলক ও বানিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে। এ ব্যাপারে জানতে চাইলে ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, এফডিএ সার্টিফাইড ডব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটরের সকল যন্ত্রাংশ সরবরাহ, প্রযুক্তি এবং উৎপাদন ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগে মেডট্রনিক ও ওয়ালটন যৌথভাবে কাজ করবে। তবে অন্য দুটি মডেলের ভেন্টিলেটর ওয়ালটনের নিজস্ব উদ্যেগে পরীক্ষাগারে উদ্ভাবন করেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ওয়ালটন ছাড়াও আরো বেশ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান, সরকারের এটুআই ইনোভেশন ল্যাব এবং এলআইসিটি প্রকল্প নতুন প্রযুক্তির ভেন্টিলেটর উদ্ভাবনে কাজ করে যাচ্ছে।