ফাইভজি যেভাবে বদলে দেবে স্বাস্থ্যসেবাকে
Sunday, April 26 2020Reuters
প্রায় বেশ কিছুদিন ধরেই বিশ্বজুড়ে ৫জি প্রযুক্তি নিয়ে তোলপাড় চলছে। যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিরোধের শুরুটাও এই ৫জি প্রযুক্তি নিয়েই। এছাড়াও প্রযুক্তিখাতে হুয়াওয়েসহ অন্যান্য চীনা প্রতিষ্ঠানকে নিষিদ্ধকরন এবং বিকল্প ৫জি প্রযুক্তি নির্মানের ঘোষনাও দিয়েছিলো যুক্তরাষ্ট্র। তবে এর মধ্যেও যুক্তরাজ্যের মত ক্ষমতাধর রাষ্ট্র ৫জি প্রযুক্তি দ্রুত বাস্তবায়নে হুয়াওয়ের সাহায্য নিচ্ছে। ধারনা করা হচ্ছে, স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এনে দেবে এই আধুনিকতম প্রযুক্তি। রয়টার্সের মতে, ৫ জি প্রযুক্তি কাজে লাগানো হবে টেলিমেডিসিন, রোবোটিক সার্জারি, এবং দূরবর্তী স্থান থেকে রোগীর ওপর নজরদারিতে।
Ad
বর্তমানে টেলিমেডিসিন বা ভার্চুয়াল স্বাস্থ্যসেবা গ্রহনের হার ক্রমেই বেড়ে চলছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ভার্চুয়াল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিদিন নিজস্ব ডাক্তারের মাধ্যমে ২০ হাজারের ও বেশী রোগীকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। এ ধরনের সেবার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩ডি মেডিকেল ইমেজিং ভিডিও প্রচার মাধ্যম এবং বিভিন্ন মেডিকেল ডিভাইস কেন্দ্রীয় সার্ভারে সংযুক্ত থাকা প্রয়োজন বলে জানিয়েছে এমনি একটি প্রতিষ্ঠান টেলাডক হেলথ ইনকর্পোরেশন। ৫জি প্রযুক্তির নেটওয়ার্ক গঠন এবং ট্রান্সফার রেট এসব প্রযুক্তি বাস্তবায়নের জন্য আদর্শ। এতে করে গ্রাম্য পরিবেশেও খুব সহজে পৌছে দেওয়া যাবে উচ্চমানের স্বাস্থ্য সেবা। রোগীর ওপর নজরদারীতে ৫জি প্রযুক্তি ব্যাবহার হলে তা ডাক্তার, রোগীর স্বজন এবং শিক্ষার্থীদেরও বেশ উপকৃত করবে বলে মনে করেন স্মার্টফোনের চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের সভাপতি। তিনি আরো বলেন এসব ডেটা ক্লাউডে জমা হলে ডাক্তার দূরবর্তী স্থান থেকে সেবা দিতে সক্ষম হবেন। এছাড়াও পৃথিবীজুড়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরিমাপে অ্যাপ্লিকেশন এবং রিস্ট ব্যান্ডের ব্যাবহার যে হারে বেড়েছে তাতে ৫জি প্রযুক্তি রুগীর শারীরিক অবস্থার রিপোর্ট ডাক্তারের নিকট খুব সহজেই পৌছে দেবে। মেডিকেল শিক্ষার্থীদের অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বাস্তব শিক্ষা প্রদান ত্বরান্বিত করবে ৫জি প্রযুক্তি। প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনের মতে ২০২৬ সালের মধ্যে ৫জি প্রযুক্তি কাজে লাগিয়ে স্বাস্থ্য সেবাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ৭,৬০০ কোটি ডলার উপার্জনের সুযোগ রয়েছে।